চার মাসের মধ্যে অযোধ্যায় তৈরি হবে আকাশ ছোঁয়া রামমন্দির: অমিত শাহ
৯ নভেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন : ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে বড়সড় ঘোষণা অমিত শাহর- চার মাসের মধ্যে অযোধ্যায় তৈরি হবে আকাশ ছোঁয়া রামমন্দির। গত সপ্তাহেই অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার সবকটি আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তার পরেই সোমবার এই ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর।
Union Home Minister & BJP President Amit Shah in Pakur, Jharkhand: Supreme Court has given its verdict. Now, within 4 months a sky-high temple of Lord Ram will be built in Ayodhya. pic.twitter.com/l9VhF2s7Cs
— ANI (@ANI) December 16, 2019
সারা দেশ যখন নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল তখন ঝাড়খণ্ডের পাকুরে এক নির্বাচনী জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন," ১০০ বছর ধরে হিন্দুরা জানতে চাইছে কবে রাম জন্মভূমিতে মন্দির তৈরি হবে। আমি বলছি, আমাদের কাছে সুপ্রিম কোর্টের রায় আছে। অযোধ্যায় চারমাসের মধ্যে আকাশ ছোঁয়া রাম মন্দির তৈরি করার কাজ শুরু হবে।"
আরও পড়ুন- দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর পুলিসের লাঠি! প্রতিবাদে ইন্ডিয়া গেটে ধর্নায় প্রিয়াঙ্কা গান্ধী
প্রসঙ্গতঃ ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, ওই ২.৭৭ একর জমিতে রামমন্দির তৈরি হবে। আর মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমি দেওয়া হবে।