এবার সেনাবাহিনীতে সংরক্ষণের দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী

Updated By: Aug 20, 2017, 01:38 PM IST
এবার সেনাবাহিনীতে সংরক্ষণের দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী

ওয়েব ডেস্ক: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ নিয়ে বিতর্ক রয়েইছে। শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু এবার সেনাবাহিনীতে সংরক্ষণের দাবি তুললেন মোদী মন্ত্রিসভার এক মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে চাইছেন সেনাবাহিনীতেও তপশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের জন্য সংরক্ষণ দেওয়া হোক। এনিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। আটওয়ালে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, ভারতীয় সেনাবাহিনীতে সমাজের পিছিয়েপড়া লোকজনের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হোক।

সংরক্ষণ নিয়ে মন্তব্য করে আগেই বিতর্ক তৈরি করেছিলেন আটওয়ালে। গত ১ জুলাই তিনি দাবি করেন ভারতীয় ক্রিকেট দলে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ দেওয়া হোক। আটওয়ালের ‌যুক্তি টিম ইন্ডিয়ায় ২৫ শতাংশ সংরক্ষণ দিলে এমন কিছুই ক্ষতি হয়ে ‌যাবে না। দেশের সব শ্রেণির মানুষদের সমান সু‌যোগ দিতে এনিয়ে ভাবনাচিন্তা করা উচিত।

.