গর্তে পড়ে গেল ৪ বছরের মাহী, চলছে উদ্ধার কাজ

সত্তর ফুট গভীর গর্তে পড়ে গেল একটি শিশু। বুধবার রাত এগারোটা নাগাদ খেলতে গিয়ে নলকূপের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে যায় চার বছরের মাহী। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের মানেসরের।

Updated By: Jun 21, 2012, 11:48 AM IST

সত্তর ফুট গভীর গর্তে পড়ে গেল একটি শিশু। বুধবার রাত এগারোটা নাগাদ খেলতে গিয়ে নলকূপের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে যায় চার বছরের মাহী। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের মানেসরের।
প্রায় ১৫ মিনিট পর গ্রামবাসীরা তার কান্নার আওয়াজ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসেন। স্থানীয় কর্তৃপক্ষকে তখনই খবর দেওয়া হয়। তবে, খবর দেওয়ারও প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তবে তারপরে তৎপরতার সঙ্গেই শুরু হয়েছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পৌঁছেছে সেনাবাহিনী এবং এনএসজি টিম। চলছে উদ্ধারের কাজ। গহ্বরে অক্সিজেন ও জল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মাহীর গতিবিধি নজরে রাখতে গর্তের ক্যামেরা পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজের সুবিধার জন্য গর্তটির পাশেই আরেকটি সমান্তরাল গর্ত খোঁড়া শুরু হয়েছে।
ঢাকা না থাকার কারণে গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার নজির অবশ্য বহুবার পাওয়া গিয়েছে এদেশে। প্রায় একই ঘটনা ঘড়ে ২০০৬-এর জুলাইতে হরিয়ানার শাহবাদে। পাঁচ বছরের প্রিন্স একটি গর্তে পড়ে যায়। প্রায় দুদিনের চেষ্টায় সেনাবাহিনী উদ্ধার করে তাকে।

.