SpiceJet Controversy | Holi Celebration | 'ফুটেজ খেতে ফ্লাইটে না নেচে ঠিকঠাক পরিষেবাটা দিলে ভালো হয়!', তোপের মুখে স্পাইসজেট...

Shiv Sena leader Angry | SpiceJet issue: এই ধরনের কাজ কি ঠিক? জনগণ কী মনে করেন? সস্তার জনপ্রিয়তা অর্জনের জন্য বিমানে সংস্থাগুলো এগুলো করছে। 

Updated By: Mar 15, 2025, 06:46 PM IST
SpiceJet Controversy | Holi Celebration | 'ফুটেজ খেতে ফ্লাইটে না নেচে ঠিকঠাক পরিষেবাটা দিলে ভালো হয়!', তোপের মুখে স্পাইসজেট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বেজায় ক্ষিপ্ত।  হোলির দিন তিনি বিমানে যাত্রা করছিলেন। কিন্তু বিমান সংস্থার কেবিন ক্রুদের ফ্লাইটে হোলি সেলিব্রেশন তিনি একেবারে ভালো চোখে দেখেননি। ফ্লাইটের ভিতর 'বালাম পিচকারি' নাচের সঙ্গে একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কেবিন ক্রু হোলির রঙে সেজে, যাত্রীদের বিনোদন করছেন।

আরও পড়ুন:  গাড়ির ধাক্কায় মহিলা-সহ তিন জনকে পিষে মত্ত বীরপুঙ্গবের গর্জন, 'আর এক রাউন্ড,নিকিতা?'

আর এতেই রেগে আগুন নেত্রী। তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'এই ধরনের কাজ কি ঠিক? জনগণ কী মনে করেন? সস্তার জনপ্রিয়তা অর্জনের জন্য বিমানে সংস্থাগুলো এগুলো করছে। বিনোদনের জন্য নয়, বরং যাত্রীদের সুরক্ষা এবং সময়মতো বিমানের আসা-যাওয়া নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা করা উচিত বিমান সংস্থাগুলির।'

আরও পড়ুন: তেড়ে আসবে সমাজ! আতঙ্কে আত্মঘাতী লিভ-ইনে থাকা যুগল, যাঁরা তুতো ভাইবোন...

ওই ভাইরাল ভিডিয়োতে কেবিন ক্রুদের সঙ্গে যাত্রীদের উল্লাস করতে এবং নাচতে দেখা গিয়েছে।

এই ঘটনার পর এক বিবৃতিতে বিমানে সংস্থাটি জানিয়েছে যে, এটি তাদের হোলি উদযাপনেরই একটি অংশ। বিমান সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে দিল্লি বিমানবন্দরে ওড়ার আগে বিমানটির দরজা খোলা রেখে ভিতরে এই উদযাপন হচ্ছিল। ফ্লাইটের যাত্রীদের একটি চমকে দেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষভাবে কোরিওগ্রাফ করেছিল তারা নাচটি।

স্পাইসজেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা দেবোজো মহর্ষি জানিয়েছেন, "হোলি এমন একটি উৎসব যা সারা বিশ্বকে আনন্দে রাঙিয়ে তোলে। আমরা 'বালাম পিচকারি'  মাধ্যমে উদযাপন শুরু করতে পেরে আনন্দিত। আমাদের ক্রুরা বিমানটিকে আনন্দের মঞ্চে পরিণত করেছে। সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যের মিশ্রণে আমাদের যাত্রীদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা আমরা দিতে পেরেছি।" 

ওইদিন যে যাত্রীদের চন্দন টিকা দিয়ে স্বাগত জানানো হয়েছিল এবং মিষ্টিমুখ করানো হয়েছিল।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

.