Watch Hajj Flight Glitch: ফের ভয়ংকর বিমান বিপত্তি! ২৫০ হজযাত্রীকে নিয়ে লখনউয়ে নামতেই জ্বলে উঠল বিমান...

Saudiya Airlines in Lucknow:  ফের বিমান বিপত্তি। ২৫০ হজযাত্রীকে নিয়ে লখনউয়ে নামতেই জ্বলে উঠল বিমান।  

সৌমিতা খাঁ | Updated By: Jun 16, 2025, 11:35 AM IST
Watch Hajj Flight Glitch: ফের ভয়ংকর বিমান বিপত্তি! ২৫০ হজযাত্রীকে নিয়ে লখনউয়ে নামতেই জ্বলে উঠল বিমান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার(Ahmedabad Plane Crash) আতঙ্ক এখনও কারোর মন থেকে কাটেনি। তারই মধ্যে ফের বিমানে বিপত্তি। রবিবার ভোরে সৌদি এয়ারলাইন্স(Saudia Airlines) ২৫০ হজযাত্রী নিয়ে লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ভয়ংকর বিপদে পড়ে।

বিমান অবতরণ করার পরই টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়ে, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। জানা গিয়েছে, SV 3112 নম্বর এই বিমানটি শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা থেকে উড়ান দেয়। রবিবার সকালে প্রায় ৬টা ৩০ মিনিটে লখনউতে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অবতরণের পরই বিমানের বাঁ পাশের চাকা থেকে কালো ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। যা দেখে আঁতকে ওঠে যাত্রীরা।

আরও পড়ুন:Israel-Iran War: ক্রমশ ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে ইরান-ইসরায়েল! বেঘোরে প্রাণ যাচ্ছে সাধারণের, মোট নিহত ২৬৩...

পাইলট সঙ্গে সঙ্গে বিমান থামিয়ে ট্রাফিক কন্ট্রোলকে জানান। এরপর বিমানটিকে পুশব্যাক করে ট্যাক্সিওয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিমানবন্দরের জরুরি পরিষেবা দল দ্রুত সেখানে পৌঁছে যায়। এবং ফোম ও জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তদন্তে জানা যায়, হাইড্রলিক লাইন থেকে হঠাৎ তরল বেরিয়ে যাওয়ার কারণে চাকা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল। কর্তৃপক্ষ জানায়, এই সমস্যা যদি উড়ানের সময় ঘটত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ওই ফ্লাইটটি হজযাত্রীদের জেদ্দা থেকে নিয়ে এসেছিল এবং ফাঁকা অবস্থায় সৌদি আরবে ফেরত যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন:Malda: তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে প্রকাশ্যে দেদার ধারাল অস্ত্রের কোপ! অভিযোগ...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.