জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সন্ধেয় কেরালার কোচি ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এদিন সন্ধেয় সেখানে একটি টেক ফেস্ট চলছিল। সেখানেই ঘটে গেল পদপিষ্টের মতো ঘটনা। এখনওপর্যন্ত ওই পদপিষ্টের ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন ৬০ জন। এমনটাই জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'টাকার বিনিময়ে প্রশ্ন'! মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের


ঘটনার পরই তড়িঘড়ি আহতদের কালামাসরি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ২ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ১৮ জনকে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। টেক ফেস্টে একটি মিউজিক্যাল কনসার্ট চলছিল। অনুষ্ঠানে ছিলেন গায়িকা নিকিতা গান্ধী। আচমকা বৃষ্টি নেমে যাওয়ায় পড়ুয়ারা হুড়োহুড়ি করে মিউজিক হলের ভেতরে ঢুকতে যান। ফেস্টে এসেছিলেন অন্যান্য কলেজের পড়ুয়ারা। তাকেই বিপুল দর্শকের সমাগম হয়ে যায় ফেস্টে। হুড়োহুডির মধ্যে পদপিষ্ট হয়ে যান পড়ুয়ারা। তাতেই ৪ জনের মৃত্যু হয়। এখনওপর্যন্ত ৬০ জন পড়ুয়া আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।



বিশ্ববিদ্যালয়ের আধিকারিক পি কে ববি সংবাদমাধ্যমে বলেন, ওপেন এয়ার অডিটোরিয়ামে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আচমকা বৃষ্টি শুরু হতেই বাইরে যারা ছিল তার দৌড়ে ভেতরে ঢুকে যায়। এতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। যারা সিঁড়িতে বসে ছিল তা ভিড়ের মধ্যে পড়ে পদপিষ্ট হয়ে যায়।


অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভিসি পি জি শঙ্করণ বলেন, ফেস্টের অংশ হিসেবে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুর্ভাগ্যবশত প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এর মধ্যেই বৃষ্টি নেমে যায়। অডিটোরিয়ামের সিঁড়িতে বসেছিল বহু পড়়ুয়া। তারাই ভিড়ের মধ্যে পড়ে যায়।