তিন তালাক রদে আইন আনুক কেন্দ্র, নিষিদ্ধ হোক দুইয়ের বেশি সন্তানও : বিশ্ব হিন্দু পরিষদ

Updated By: Aug 23, 2017, 12:01 PM IST
তিন তালাক রদে আইন আনুক কেন্দ্র, নিষিদ্ধ হোক দুইয়ের বেশি সন্তানও : বিশ্ব হিন্দু পরিষদ

ওয়েব ডেস্ক : মুসলিম মহিলারা যাতে সুবিচার পান, তার জন্য আইন প্রণয়ন করা উচিত কেন্দ্রের। তিন তালাকের বিরুদ্ধে এবার আইন আনার সময় হয়েছে কেন্দ্রীয় সরকারের। এবার এমনই দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি, দুইয়ের বেশি সন্তান নিষিদ্ধ করতেও কেন্দ্রের আইন প্রণয়ন করা উচিত বলেও মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস কেহরের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, আগামী ৬ মাস তিন তালাক দেওয়া যাবে না। সেই সঙ্গে ওই সংক্রান্ত আইন আনতে  যাবতীয় দায় সরকারের কোর্টেই ঠেলে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের ওই রায়ের পর পরই সমাজের বিভিন্ন স্তর থেকে মতামত আসতে শুরু করে। মতামত প্রকাশ করতে শুরু করে গেরুয়া শিবিরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পর এ বিষয়ে মুখ খুলল বিশ্ব হিন্দু পরিষদও।

.