আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তামিলনাড়ু থেকে দেশে, শোকের ছায়া

শেষ হল পঁচাত্তর দিনের লড়াই। মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা।গতকাল রাত সাড়ে এগারোটায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন তিনি। আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ADMK কর্মী-সমর্থকদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। অ্যাপোলো থেকে পয়েজ গার্ডেনের বাড়িতে যখন মরদেহ নিয়ে যাওয়া হয় তখন মধ্যরাত।

Updated By: Dec 6, 2016, 09:15 AM IST
 আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তামিলনাড়ু থেকে দেশে, শোকের ছায়া

ওয়েব ডেস্ক: শেষ হল পঁচাত্তর দিনের লড়াই। মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা।গতকাল রাত সাড়ে এগারোটায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন তিনি। আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ADMK কর্মী-সমর্থকদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। হাসপাতালের সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। অ্যাপোলো থেকে পয়েজ গার্ডেনের বাড়িতে যখন মরদেহ নিয়ে যাওয়া হয় তখন মধ্যরাত।

আরও পড়ুন শেষ হল ৭৫ দিনের লড়াই, মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা

অত রাতেও দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে বাড়ির সামনে পা ফেলার জায়গা ছিল না। নেত্রীকে শেষ দেখার জন্য ব্যারিকেড ভেঙে সামনে আসার চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিস। তামিলনাড়ুর আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ইতিমধ্যেই বাড়তি পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে। তৈরি রয়েছে আধা-সেনা।

আরও পড়ুন     আগে ধার চাইলে মুখ গোমড়া হত দোকানির, এখন ধারেই ক্রেতাকে স্বাগত!

 

.