নিজস্ব প্রতিবেদন: অঙ্ক করতে না পারায় ছাত্রকে ভয়ঙ্কর শাস্তি দিলেন শিক্ষক। মহারাষ্ট্রের কারজত জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাঘ খুনে পঞ্চায়েত যোগ! বিমানকে 'শিয়াল' বলে খোঁচা সুব্রতর


দ্বিতীয় শ্রেণির ছাত্র রোহন জাঞ্জিরেকে অঙ্ক করতে দেন পিপলগাঁও গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক চন্দ্রকান্ত সোপান সিন্ধে। সেই অঙ্ক করতে পারেনি রোহন। তাতেই ভয়ঙ্কর রেগে ‌যান সিন্ধে। রাগে অন্ধ হয়ে লাঠি দিয়ে রোহনকে এমন মারেন ‌যে তার শ্বাসনালীতে ঢুকে ‌যায় তার হাতের লাঠি। এছাড়াও রোহনের খাদ্যনালীও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্থ হয়।


আরও পড়ুন-সিরিয়ায় শান্তি ফেরাতে সব পক্ষকে বার্তা নয়াদিল্লির 


শিক্ষকের মার খেয়ে রোহন মেঝেতে পড়ে ‌গিয়ে ‌যন্ত্রণায় ছটফট করতে থাকে। রক্ত মেঝেতে জমাট বেঁধে ‌যায়। এতে ক্লাসে প্রবল হইচই বেধে ‌যায়। পরিস্থিতি বেগতিক দেখে রোহনকে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রটির অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাকের পুণের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।