নিজস্ব প্রতিবেদন: জম্মুর সুঞ্জান সেনা ছাউনিতে হামলার পুরোটাই নিয়ন্ত্রণ করা হয় সীমান্তের ওপার থেকে। শুধু তাই নয়, তারা সাহা‌য্য পেয়েছিল স্থানীয়দের একাংশ থেকেও। এমনটাই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার জম্মুতে তাঁর সাফ হুঁশিয়ারি, জম্মু ও কাশ্মীরে দু'দিনে সেনাবাহিনীর উপরে পরপর দু'টি হামলায় মদত দেওয়ায় বড়সড় মূল্য দিতে হবে পাকিস্তানকে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, শনিবার সকালে জম্মুর সুঞ্জান সেনা ছাউনিতে ঢুকে পড়ে বেশ কয়েকজন জঙ্গি। তাদের গুলিতে শহিদ হন ৫ জওয়ান সহ ৬ জন। আহত হন ১০ জন। প্রতিরক্ষামন্ত্রী জানান, হামলার পর সেনা ছাউনিতে তল্লাশি আভি‌যান সোমবার সাড়ে দশটা নাগাদ শেষ হয়েছে। ইতিমধ্যেই ৩ জঙ্গিকে খতম করা হয়েছে। এখনও একজন জঙ্গির খোঁজ চলছে। ওই দলে থাকলেও সে সম্ভবত ক্যম্পে ঢোকেনি।


আরও পড়ুন-ভারতীয় জওয়ানদের সুরক্ষাতেই বড় গলদ, সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে ফাঁস চাঞ্চল্যকর তথ্য


প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, হামলাকারী জঙ্গিরা জৈশ-ই-মহম্মদ-এর সদস্য। পাকিস্তানে বসে এদের মদত দিচ্ছে মাসুদ আজহার। গোয়েন্দা তথ্য অনু‌যায়ী পাকিস্তান চাইছে পিরপঞ্জাল রেঞ্জের দক্ষিণ প‌র্যন্ত জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে। নিয়ন্ত্রণরেখায় ‌যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সু‌যোগে তারা এদেশে জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে। জঙ্গিদের পাকিস্তানের মদত দেওয়ার প্রমাণ ইসলামাবাদকে দেওয়া হবে। তবে এর জন্য বড়সড় মূল্য দিতে হবে পাকিস্তানকে।