This is cab not your Oyo: 'এটা ক্যাব তোমার Oyo নয়!' ভাইরাল বেঙ্গালুরু ক্যাবের সিটে সাঁটা ওয়ার্নিং পোস্টার...
Bengaluru Cab viral warning poster: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টার ঘিরে নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল। অনেকেই সমর্থন করেছেন ক্যাবচালকের পদক্ষেপকে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: "সতর্কীকরণ! কোনও রোম্যান্স নয়! এটা ক্যাব! তোমার কোনও ব্যক্তিগত জায়গা বা Oyo রুম নয়। তাই দয়া করে দূরত্ব বজায় রাখুন ও শান্ত থাকুন।"
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সওয়ারিদের উদ্দেশে ক্যাবের সিটের পিছনে সাঁটা এমনই সতর্কবাণী। ইতিমধ্যেই ভাইরাল ক্যাবচালকের সাঁটা এই ওয়ার্নিং পোস্টার। ঘটনাটি ঘটেছে ভারতের স্টার্টআপ ক্যাপিটাল বলে পরিচিত বেঙ্গালুরুতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টার ঘিরে নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল।
নেটিজেনদের কেউ কেউ টিপ্পনী কেটেছেন, "মিস্টার ড্রাইভার সাব, অনেক কিছু দেখেছেন, আর দেখতে চান না! তাই এই সতর্কীকরণ পোস্টার।" আবার কেউ কেউ তাঁর এই পোস্টারকে সমর্থন জানিয়েছেন। নিন্দা করেছেন জনসমক্ষে কাপলদের PDA বা পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশনকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)