India's Anti-Terror Diplomatic Outreach: পাকিস্তান 'জঙ্গি' রাষ্ট্র! শেহবাজের মুখোশ খুলতে বিশ্ব সফরে ৪৮ MP, ডাক তৃণমূলকেও...

Operation Sindoor: ২২ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন দেশে সফরের সময়, এই সর্বদলীয় প্রতিনিধিদল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রমাণ এবং নয়াদিল্লির অবস্থান বিদেশি সরকার ও সংস্থাগুলির সামনে তুলে ধরবে। কংগ্রেস এমপি শশী থারুর ভারতের কেন্দ্র সরকারের গঠিত সাতটি সর্বদলীয় প্রতিনিধিদলের একটির নেতৃত্ব দেবেন। 

সৌমিতা মুখার্জি | Updated By: May 17, 2025, 01:48 PM IST
India's Anti-Terror Diplomatic Outreach: পাকিস্তান 'জঙ্গি' রাষ্ট্র! শেহবাজের মুখোশ খুলতে বিশ্ব সফরে ৪৮ MP, ডাক তৃণমূলকেও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় পদক্ষেপ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) নেতৃত্বাধীন সরকার সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলায় (Pahalgam Terror Attack) পাকিস্তান যে যুক্ত তার প্রচারে এবং সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমর্থন গড়ে তুলতে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলিতে বহুদলীয় সাংসদদের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিদেশী সরকার এবং প্রতিষ্ঠানের কাছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রমাণ এবং নয়াদিল্লির অবস্থান উপস্থাপন করবেন এই ৪৮ সাংসদ। 

কংগ্রেস এমপি শশী থারুর (Sashi Tharoor) ভারতের কেন্দ্র সরকারের গঠিত সাতটি সর্বদলীয় প্রতিনিধিদলের একটির নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধিদলগুলি বিদেশি সরকারগুলিকে অপারেশন সিঁদুর এবং দুই দেশের সাম্প্রতিক সামরিক সংঘর্ষ সম্পর্কে জানাবে। শনিবার, কেন্দ্র সরকার জানিয়েছে কারা কারা এই সাতটি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন, যা ভারতের কূটনৈতিক প্রচেষ্টার একটি অংশ।

আরও পড়ুন- India Pakistan tension: 'রাত আড়াইটেয় মুনীরের ফোন...', নূর খানে ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার শাহবাজের...

এই প্রতিনিধিদলগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের "শূন্য সহনশীলতার" শক্ত বার্তা বহন করবে। কিরেন রিজিজু তাঁর এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এই বিষয়ে ঘোষণা করেন। থারুর ছাড়াও, এনসিপি (শরদচন্দ্র পওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে এবং ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি হলেন আরও কিছু বিশিষ্ট বিরোধী সাংসদ, যাঁরা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

রিজিজু বলেন, “গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারত একতাবদ্ধ। সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল খুব শীঘ্রই প্রধান মিত্র দেশগুলিতে যাবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত শূন্য-সহনশীলতার বার্তা পৌঁছে দেবে। এটি রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের একটি শক্তিশালী প্রতিফলন।”

আন্তর্জাতিক ফোরামে সন্ত্রাসবাদের ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিশেষ ৭ কূটনৈতিক দলের নেতৃত্বে থাকবেন-

১) শশী থারুর, কংগ্রেস
২) রবি শঙ্কর প্রসাদ, বিজেপি
৩) সঞ্জয় কুমার ঝা, জেডিইউ
৪) বৈজয়ন্ত পান্ডা, বিজেপি
৫) কানিমোঝি করুণানিধি, ডিএমকে
৬) সুপ্রিয়া সুলে, এনসিপি
7) শ্রীকান্ত একনাথ শিন্ডে, শিবসেনা

আরও পড়ুন- Breaking News Live Update: কেদারনাথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স, হেলিপ্যাডে নামার আগেই ভেঙে পড়ল হেলিকপ্টার...

পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “অপারেশন সিঁদুর এবং সীমান্তপারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চলমান লড়াইয়ের প্রেক্ষাপটে, সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল এই মাসের শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ কিছু গুরুত্বপূর্ণ মিত্র দেশে সফর করবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই প্রতিনিধিদলগুলি সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে ভারতের জাতীয় ঐকমত্য এবং দৃঢ় অবস্থানকে তুলে ধরবে। তারা বিশ্বের কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘শূন্য সহনশীলতার’ শক্ত বার্তা পৌঁছে দেবে।”

খবরে দাবি করা হয়েছে, ২২ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন দেশে সফরের সময়, এই সর্বদলীয় প্রতিনিধিদল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রমাণ এবং নয়াদিল্লির অবস্থান বিদেশি সরকার ও সংস্থাগুলির সামনে তুলে ধরবে।

খবরে সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে, এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। পুরো দলটি আটটি ভাগে বিভক্ত থাকবে, প্রতিটি দলে ছয়জন সদস্য থাকবেন। এই ৪৮ জন সাংসদের মধ্যে ডাক পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে শোনা যাচ্ছে, অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না বলে জানিয়েছেন। 

প্রতিনিধিদলের সফরের দুটি মূল উদ্দেশ্য থাকবে বলে জানা গেছে:
১) পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ হামলার বিষয়ে দেশগুলিকে জানানো, যেখানে ২৬ জন নিহত হয়েছিলেন।
২) পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যে ভারতের ‘অপারেশন সিঁদুর’ ছিল কেবল জঙ্গি পরিকাঠামোর বিরুদ্ধে — সাধারণ নাগরিকদের লক্ষ্য করে নয় — এবং তা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পরিচালিত হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.