Abhishek Banerjee: মোদীর আমন্ত্রণে বিশেষ নৈশভোজে থাকছেন অভিষেক!
ABhishek Banerjee: আগামীকাল, মঙ্গলবার বিদেশ সফরের পর সাংসদদের প্রতিনিধি দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠক যোগ দেননি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে বিশেষ নৈশভোজে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে? আগামীকাল, মঙ্গলবার।
পহেলগাঁও কাণ্ডে জবাবে অপারেশন সিঁদুর। এরপর সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে বিভিন্ন দেশে সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। সেই দলের তৃণমূলের তরফে ছিলেন অভিষেক। সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশে দিয়েছিলেন তিনি। কলকাতায় ফেরেন মঙ্গলবার গভীর রাতে।
বুধবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু সেই বৈঠকে যোগ দেননি অভিষেক। বিমানবন্দরেই জানিয়েছিলেন, কালীগঞ্জ উপনির্বাচনে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে দিল্লিতে যেতে পারবেন না। যা নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে।
এর আগে, সিঙ্গাপুরে দেশের নিরাপত্তার প্রশ্নে বিরোধীদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'আমার রাজনৈতিক স্বার্থ জাতীয় স্বার্থের থেকে বড় নয়। শাসকদলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে। তাদের সঙ্গে প্রাণপণ লড়াই করব। কিন্তু যখন আমার দেশের নিরাপত্তার প্রশ্ন আসে, তখন দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করব'।
আরও পড়ুন: Meghalaya Couple Missing: কতটা নির্মমভাবে খুন? ময়নাতদন্তে রাজার মাথায় মিলল... ভয়ংকর রিপোর্ট!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)