Parliamemt | TMC: 'বঞ্চনা'য় তপ্ত সংসদ, 'থার্ড ক্লাস লোক', গ্রামোয়ন্ননমন্ত্রীকে নিশানা কল্যাণের!

Parliamemt | TMC: লোকসভা থেকে ওয়াকআউট বিরোধী দলের সাংসদদের।

Updated By: Mar 25, 2025, 05:34 PM IST
Parliamemt | TMC: 'বঞ্চনা'য় তপ্ত সংসদ, 'থার্ড ক্লাস লোক', গ্রামোয়ন্ননমন্ত্রীকে নিশানা কল্যাণের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নজরে ছাব্বিশ। সংসদে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের সুর চড়াল তৃণমূল। 'শিবরাজ চৌহান থার্ড ক্লাস লোক', সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় গ্রামোয়ন্ননমন্ত্রী।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কল্যাণ বলেন, 'শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, ২০২৬-ও ত্রিশটা সিটও আপানার পশ্চিমবাংলায় পাবেন না। বাঙালি বিরোধী, বাঙালি হিংসা করে, বাঙালিকে এরা সহ্য করতে পারে না।  শুধু গুজরাট করবে, শুধু মুম্বই করবে, মহারাষ্ট্র করবে। পশ্চিমবাংলার জন্য কিছু করে না। শিবরাজ চৌহান থার্ড ক্লাস লোক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে'।

ঘটনাটি ঠিক কী? আজ, মঙ্গলবার লোকসভা গ্রামোয়ন্নন বিষয়ক প্রশ্নোত্তর পর্ব ছিল। বাংলা বকেয়া নিয়ে প্রশ্ন করেছিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। কেন্দ্রের তরফে লিখিত জবাবে উল্লেখ, গত তিন বছরে বাংলার জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ শূন্য! এরপরই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল সাংসদরা। মন্ত্রী তখন জবাব দিচ্ছেন। একযোগে অধিবেশন ওয়াকআউট করেন তৃণমূল-সহ প্রায় সব বিরোধী দলের সাংসদরাই।

এ রাজ্যের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, 'তারা চুরি করেছে। হিসেব দেবে না। কেন্দ্রীয় সরকারের টাকা, যেকোনও টাকা, যেকোন সরকারের হিসেব নেওয়া উচিত। চাইলে হিসেব দেবে না। হিসেব না দিলে টাকা কাউকে দেওয়া উচিত নয়'। বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, নিজে থার্ড ক্লাস, তাই সকলকেই থার্ড ক্লাস দেখেন। আগে ভাষা সংযম হওয়া উচিত, ভাষা জ্ঞান থাকা উচিত। তারপর জনগণের এইসব বিষয় নিয়ে রাজনীতি করলে ভালো হবে। কল্য়াণের দ্বারা যে কোনও কল্য়াণ হওয়া সম্ভব নয়, এই কথা গুলি সেটা প্রমাণ করছে'।

আরও পড়ুন:  MPs salary hike: সাংসদের হাতে আসতে চলেছে এবার বিপুল টাকা! বাড়ছে ভাতা ও পেনশন, সঙ্গে প্রচুর সুযোগসুবিধা...

আরও পড়ুন:  ATM charge: টাকা তুলতেও এবার খরচা বেশি! ATM-এ টাকা তোলার চার্জ বাড়ছে! কত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.