Pune Rape Case News: আসলে তখন সে*ক্সে*র ইচ্ছে ছিল না, রাগের মাথায় অভিযোগ! পুণে ধ*র্ষ*ণকাণ্ডে চাঞ্চল্যকর টুইস্ট...

Pune Case Update: ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। সেই ধৃতকে ছেড়ে দিয়েছে পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা।

দেবস্মিতা দাস | Updated By: Jul 5, 2025, 05:28 PM IST
Pune Rape Case News: আসলে তখন সে*ক্সে*র ইচ্ছে ছিল না, রাগের মাথায় অভিযোগ! পুণে ধ*র্ষ*ণকাণ্ডে চাঞ্চল্যকর টুইস্ট...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্ষণ নয়, এর আগেও বহুবার সঙ্গম হয়েছে তাদের মধ্যে। অভিজাত আবাসনে ঢুকে ২২ বছর বয়সি তরুণীকে ধর্ষণের অভিযোগ (Pune Rape Case) উঠোছিল কুরিয়ার ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ধর্ষণের পর সেলফি তুলে ‘আবার আসব’ বলে লিখে যাওয়ার অভিযোগও ছিল। সেই ঘটনাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। বলা যায় নিজের পুরুষ বন্ধুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এনেছিলেন পুণের এই তরুণী৷ 

আরও পড়ুন, Subhanshu Shukla Insurance Policy: পাচ্ছেন না অতিরিক্ত বেতন, কিন্তু শুভাংশু শুক্লার মহাকাশ-বিমার অংক শুনলে মাথা ঘুরে যাবে! ISS-এ কী কাজ করছেন ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন?

এমনকি যে সেলফিতে অভিযুক্ত লিখে যান, তিনি আবার ফিরে আসবেন, সেই সেলফিও মহিলাটির তোলা। তদন্তকারীরা আরও জানতে পারেন, অতীতেও একাধিকবার ওই দু জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে ৷ তাহলে এমন ভংয়কর অভিযোগ কেন? কারণ হিসেবে অভিযোগকারী পরে পুলিসকে জানায়, সেদিন তিনি সেক্সের জন্য প্রস্তুত ছিলেন না। বারবার বারণ করা সত্ত্বেও সেই যুবক জোর করেই তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়। এই কারণেই রাগের মাথায় তিনি ধর্ষণের এই অভিযোগ আনেন। 

শুধু তাই নয়, ওই তরুণী নিজের মোবাইলে ওই যুবকের সঙ্গে সেলফি তুলে পরে সেটি এডিট করে হুমকি মেসেজ লিখে পুলিশকে দেখিয়েছিলেন বলেও দাবি করেছেন পুণের পুলিস কমিশনার অমিতেশ কুমার৷  প্রথমে জানা গিয়েছিল, তরুণীর ওপর কিছু স্প্রে করে, যার ফলে মেয়েটি প্রতিক্রিয়া জানানোর আগেই অচেতন হয়ে পড়েন। চেতনা ফিরে পাওয়ার পর তরুণী নিজের মোবাইলে হুমকি বার্তা দেখতে পান, যাতে লেখা ছিল: "আমি আবার আসব।" এমনকী অভিযুক্ত তার ফোন ব্যবহার করে একটি সেলফিও তুলে রেখে যায়। 

আরও পড়ুন, Mother Kills Daughter: চামচগুলো প্যাক করে দে... আদেশ না মানায় ৬-এর শিশুকন্যার গ*লা টি*পে মা*রল মা! অবিশ্বাস্য...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.