Two woman marry each other after betrayal from husband: পুরুষরা প্রতারক, অসহ্য! একের পর এক প্রেমে ঠকে শেষে একে অন্যের গলায় মালা ২ বান্ধবীর...
Homosexual Marriage: আশা ও জ্যোতি বলেছেন যে, যদি তাঁদের পরিবার তাঁদের বিবাহ মেনে নেয়, তাহলে তারা খুব খুশি হবে। অন্যথায়, তারা আলাদা স্বাধীনভাবে বসবাস করতেও প্রস্তুত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:
নিজেদেরকে 'লাভ জিহাদের শিকার' বলে অভিহিত করে, মঙ্গলবার উত্তরপ্রদেশের বুদাউনের সিভিল লাইনস আদালতের একটি মন্দিরে দুই মহিলা একে অপরকে বিয়ে করেছেন এবং জীবনসঙ্গী হিসেবে একসঙ্গে থাকার শপথ নিয়েছেন।
'লাভ জিহাদ' শব্দটি প্রায়শই ডানপন্থী সংগঠনগুলি ব্যবহার করে। তারা অভিযোগ করে যে মুসলিম পুরুষরা হিন্দু মহিলাদের বিবাহের মাধ্যমে ধর্মান্তরিত করার জন্য প্রলুব্ধ করার একটি চক্রান্ত করছে।
আশা (৩০) এবং জ্যোতি (২৮) - নিজেদেরকে 'লাভ জিহাদের' শিকার হিসেবে পরিচয় দেয় এবং তাদের আইনজীবী দিবাকর ভার্মা সহ বেশ কয়েকজনের উপস্থিতিতে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করে।
কালেক্টরেট কমপ্লেক্সের শিব মন্দিরে আয়োজিত প্রতীকী অনুষ্ঠানে আশা স্বামীর ভূমিকায় এবং জ্যোতি স্ত্রীর ভূমিকা পালন করেন।
আশা বলেন, 'আমরা দুজনেই মুসলিম পুরুষদের কাছে প্রতারিত হয়েছিলাম। ঠগবাজ পুরুষরা তাদের নাম পরিবর্তন করে আমাদের প্রতারিত করে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভালোবাসার ভান করেছিল। তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাদের কোনও আইনি শাস্তি দেওয়া হয়নি।'
'আমি এখন পুরুষদের ঘৃণা করি এবং কেবল জ্যোতির কাছেই সান্ত্বনা এবং আস্থা খুঁজে পাই। আইন সমকামী বিবাহের অনুমতি না দিলেও, আমরা নিজেদের বিবাহিত বলে মনে করি।' জ্যোতিও একই কথা বলেন।
"আমাদের বন্ধন আইনি স্বীকৃতির বাইরে। আমরা চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।
"পুরুষরা কেবল আমাদের কষ্ট দিয়েছে। আমরা একে অপরকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি বলেই আমরা একে অপরকে বিয়ে করছি," জ্যোতি বলেন।
উভয় মহিলাই জানিয়েছেন যে তারা গত তিন মাস ধরে একসাথে বসবাস করছেন।
মঙ্গলবার, তারা অ্যাডভোকেট ভার্মার কাছে গিয়ে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন এবং পরে দুজনে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিশ্রুতির প্রতীকী নিদর্শন হিসেবে মালা বিনিময় করেন।
ভার্মা বলেন, "তারা আমার কাছে এসে বলেছিল যে পুরুষদের সাথে অতীতের সম্পর্ক, বিশেষ করে প্রেমের নামে মুসলিম যুবকদের দ্বারা প্রতারণার ঘটনাগুলি তাদের গভীরভাবে আহত করেছে। তারা পুরুষদের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছিল এবং একসাথে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। জীবন ও স্বাধীনতার সাংবিধানিক অধিকার অনুসারে, আমি তাদের ইচ্ছাকে সমর্থন করেছি।"
তারা প্রেমের আড়ালে নারীদের বিভ্রান্ত করার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)