Man Marries 2 Women a Day: সকালে প্রেমিকা, বিকেলে বাড়ির পছন্দ করা মেয়ে! একদিনে জোড়া বিয়ে যুবকের, তারপর...
Uttar Pradesh: ওই ব্যক্তির সঙ্গে চার বছর ধরে সম্পর্কে ছিলেন। এই সময়কালে তিনি দুবার গর্ভপাতও করেন। এরপরেই সকালে আইনি মতে বিয়ে করে বিকেলে বাড়ির পছন্দ করা পাত্রীকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে, তাও আবার একের অধিক! কোনও কারণে দ্বিতীয়বার বিয়ে হওয়া সম্ভব। তবে কারণ যাই হোক না কেন, মজা করে বললে পুরুষ মানুষ বিয়ের আগে কয়েকটি বিষয় নিয়ে বারবার ভাবে। কিন্তু তাই বলে সকালে-বিকালে। হ্যাঁ এমনই কাণ্ড ঘটিয়েছেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের (gorakhpur) এক যুবক। তিনি সকালে তার বান্ধবীকে (girlfriend) এবং তারপর একই সন্ধ্যায় তার পরিবারের পছন্দের অন্য একজন মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঘটনা প্রকাশ্যে আসে যখন বান্ধবী ওই যুবকের নামে পুলিসে অভিযোগ দায়ের করেন। এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মহিলা দাবি করেন তিনি ওই ব্যক্তির সঙ্গে চার বছর ধরে সম্পর্কে ছিলেন। এই সময়কালে তিনি দুবার গর্ভপাতও করেন। এমনকি তাদের মন্দিরে বিয়েও হয়। বান্ধবীর কথা অনুযায়ী, যখন সে গর্ভবতী হয়, তখন ওই ব্যক্তি প্রসবের জন্য একটি নার্সিংহোমে নিয়ে যান কিন্তু সেখানে একজন নার্সের কাছে শিশুটিকে দিয়ে আসেন।
যার ফলে তার মন ভেঙে যায়। পরে তিনি বুঝতে পারেন, সে পরিবারের মতে ইতিমধ্যেই অন্য একজন মহিলার সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে। এরপর ঝামেলা হতেই ওই যুবক তাঁকে কথা দেন আইনি স্বীকৃতি দেবেন এ বিয়ের। কারণ নইলে পরিবার এই সম্পর্ক মেনে নেবে না। তবে সে জানত না, আইনি প্রথম বিয়ের সঙ্গে বিকেলে দ্বিতীয় বিয়ের দিন একই।
এরপরেই সকালে লোকটি তার বান্ধবীকে আদালতের অনুষ্ঠানে বিয়ে করে এবং পরে সন্ধ্যায় সে তার পরিবারের দ্বারা বেছে নেওয়া পাত্রীকে নিয়মমতে বিয়ে করে। বান্ধবী যখন তার বাড়িতে যায়, তখন তার পরিবার তাকে অপমান করে এবং তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এরপর পুলিস বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে। সিনিয়র পুলিস অফিসার জিতেন্দ্র কুমার শ্রীবাস্তব বলেছেন যে, ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)