Indian Army on Operation Sindoor: টার্গেট ছিল জঙ্গিরাই, পাক সেনা নয়, ওরা ড্রোন পাঠাতেই পাল্টা দিয়েছি: ভারতীয় সেনা
Indian Army on Operation Sindoor: বাহওয়ালপুরের দুই জায়গায় ছাদ ফুটো করে গিয়ে জঙ্গি শিবিরে আঘাত হানে আমাদের মিসাইল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে আঘাত করেছিল ভারত। এতেই পাকিস্তান ভারতে দিকে ড্রোন, মিসাইল ছুড়ে হামলার চেষ্টা করে। তারই জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের সাধারণ মানুষ বা সেনাকে টার্গেট করেনি ভারত। বরং জঙ্গিরাই ছিল ভারতের টার্গেট। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাল সেনা।
পাকিস্তানের জঙ্গি শিবিরে প্রথম হামলা চালায় বায়ুসেনা। এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, অত্যন্ত সাবধানতার সঙ্গে আমরা ৯ টার্গেট নির্বাচন করেছিলাম। বাহাওয়ালপুর ও মুরদিকের মতো জায়গায় কুখ্যাত সব জঙ্গি ট্রেনিং শিবির ছিল। কীভাবে ওইসব ক্যাম্পগুলি ধ্বংস করা যাবে তার আমরা ঠিক করি। অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা এয়ার টু সারফেস গাইডেড মিসাইল ব্য়বহার করি যাতে কোল্যাটারাল ড্যামেজ বেশি না হয়। কীভাবে আঘাত করা হয়েছিল তা বলা সম্ভব নয়। তবে আমরা যে এয়ার স্ট্রাইক করেছি তার ফল সম্পর্কে বলব।
মুরিদকের জঙ্গি শিবির দেখিয়ে ভারতী বলেন, ওই জায়গায় পূর্ব দিকে দুদেশের সীমানা। সেই জায়গায় লাল একটি ভবন ধ্বংস করা হয়েছে ৭ মে ভোরে। পাশাপাশি বাহওয়ালপুরের দুই জায়গায় ছাদ ফুটো করে গিয়ে জঙ্গি শিবিরে আঘাত হানে আমাদের মিসাইল। দোতলা বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এভাবেই আমার দুটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল জঙ্গিঘাঁটি। পাকিস্তানি সেনাঘাঁটি বা সাধারণ মানুষের বসতি আমাদের লক্ষ্য ছিল না।
আরও পড়ুন-ব্রহ্মসেই বাজিমাত! জইশের হেড কোয়ার্টার ধুলিসাত্ ভারতের এই ব্রহ্মাস্ত্রেই?
আরও পড়ুন-'ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে', সাফ জানিয়ে দিলেন নমো
এয়ার মার্শাল ভারতী আরও বলেন, গত ৭ মে সন্ধেয় আমরা দেখলাম ঝাঁকে ঝাঁকে পাক ড্রোন ছুটে আসছে আমাদের দিকে। আমাদের জনবসতি ও সেনা ছাউনি তাদের আওতায় চলে আসছে। তাদের খুব সফলভাবেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যে গুটিকয় আঘাত হানতে পেরেছে তা খুবই সামান্য। এখনে যে বিষয়টির তফাত তা হল ওরা আমাদের সাধারণ মানুষের উপরে হামলা চালিয়েছে। তাই আমাদের জবাব দিতে হয়েছে। ওই রাতেই আমরা লাহোর ও গুজরানওয়ালা ওদের রেডার অপারেশনে আঘাত করি। এভাবেই আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা তৈরি রয়েছি। তার পরেও আমরা পরিস্থিতি বাড়তে দিইনি। আমাদের লড়াইটা পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে। পাকিস্তানের সেনা স্থাপনার উপরে নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)