শর্ট স্কার্ট পরায় মহিলা যাত্রীকে বিমানে উঠতে বাধা ইন্ডিগোয়

Updated By: Oct 29, 2015, 11:48 AM IST
শর্ট স্কার্ট পরায় মহিলা যাত্রীকে বিমানে উঠতে বাধা ইন্ডিগোয়

পোশাক বিতর্কে বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো। শর্ট স্কার্ট পরার জন্য এক মহিলা যাত্রীকে বিমানে উঠতে বাধা দেয় ইন্ডিগো কর্মীরা। পোশাক বদলানোর পরই পরের বিমানে উঠতে পারেন তিনি। সোমবার সকালে মুম্বই থেকে দিল্লি যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়।

ওই মহিলা ইন্ডিগোরই প্রাক্তন কর্মী। ইন্ডিগোর তরফে পাল্টা যুক্তি মহিলা প্রাক্তন কর্মী ও তাঁর  বোন বর্তমানে বিমান সেবিকা হওয়ায় পরিবারের সদস্য হিসাবে নির্দিষ্ট পোশাক বিধি মানা উচিত ছিল। ঘটনায় ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের লোকের ক্ষেত্রে কোনও রকমের পোশাকবিধি খাটে না। ইন্ডিগো অবশ্য দাবি করেছে নিয়ম মেনে সব কিছু হয়েছে।

.