Mahakumbh 2025| IIT Baba: বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করে আইআইটি বাবা এখন মহাকুম্ভে। তাঁর কথাবার্তা হইচিই ফেলে দিয়েছে মহাকুম্ভে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন অভয় সিং ওরফে আইআইটি বাবা। বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করে তিনি এখন মহাকুম্ভে। তাঁকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে মিডিয়ায়। সেই আইআইটি বাবা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করে দিলেন।
সংবাদমাধ্য়মে দেওয়া এক সাক্ষাতকারে আইআইটি বাবা বলেছেন, পরেরবার আর প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। তাঁর পরিবর্তে প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ। অন্যদিকে, নরেন্দ্র মোদী হতে পারেন দেশের রাষ্ট্রপতি।
দিল্লি বিধানসভা ভোট হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে। এই ভোট বিজেপির জন্য এক বড় চ্যালেঞ্জ। এনিয়ে কোনও ভবিষ্যদ্বাণী না করলেও আইআইটি বাবা বলেছেন তিনি বিজেপির সমর্থক। বিজেপির মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী নূপুর শর্মা দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগ্য় প্রার্থী।
আদতে হরিয়ানার বাসিন্দা অভয় সিং বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করেন। এরপর কানাডায় চাকরি করেছেন। প্যাকেজ পেতেন ৩৬ লাখ টাকা। সেই চাকরি ছেড়েছেন অভয় সিং। একটি কোচিং সেন্টারে পড়িয়েছেন এক বছর। তারপর সবকিছু ছেড়েছুড়ে দিয়ে সত্যের সন্ধানে রাস্তায় বেরিয়ে পড়েছেন। সংবাদমাধ্য়মে দেওয়া এক সাক্ষাতকারে আইআইটি বাবা বলেছেন, এটাই আসল পথ, আসল জ্ঞান। আপনি যদি নিজেকে জানতে চান বা নিজের মন বুঝতে চান তাহলে আপানারে আধ্যাত্মিকতার দিকে আসতে হবে।
উল্লেখ্য, এই আধ্যাত্মিক বাবাকে বহিষ্কার করেছে জুনা আখাড়া। জানা যাচ্ছে জুনা আখাড়ায় ঢোকা নিষিদ্ধ হয়েছে আইআইটি বাবার। কারণ তিনি তাঁর গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে কুকথা বলেছিলেন। জুনা আখাড়ার এক সন্ন্যাসী সংবাদমাধ্য়মে বলেন, ওঁর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। উনি আমাদের বদনাম করছিলেন। সাধু নন, উনি একজন ভবঘুরে। উনি টিভিতে যা খুশি বলছিলেন। তাই ওঁকে বের করে দেওয়া হয়েছে। এদিকে, তাঁকে যে বহিষ্কার করা হয়েছে তা মানতে নারাজ আইআইটি বাবা। বরং তাঁর দাবি, আখাড়ার সাধুরা তাঁর সম্পর্কে গুজব ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয় আইআইটি বাবা অভয় সিং। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ৩ লাখ। সংবাদমাধ্য়মে তিনি বলেন, ওরা ভাবছে আমি খুব জনপ্রিয় হয়ে উঠেছি। ওঁদের সম্পর্কে কিছু বলে দেব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.