Zee Entertainment: Zee আরও শক্তিশালী! সংস্থার অগ্রগতির স্বার্থে ২২৩৭ কোটি টাকার তহবিল দিচ্ছেন প্রোমোটররা...

Zee Entertainment: জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড(ZEEL) এর চেয়ারম্যান আর গোপালন বলেন, বিভিন্ন ধরনের পরিকল্পনাগত বিষয় খতিয়ে দেখেছে বোর্ড

রজত মণ্ডল | Updated By: Jun 16, 2025, 09:53 PM IST
Zee Entertainment: Zee আরও শক্তিশালী! সংস্থার অগ্রগতির স্বার্থে ২২৩৭ কোটি টাকার তহবিল দিচ্ছেন প্রোমোটররা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড(ZEEL) সোমবার জানিয়েছে যে তারা প্রমোটার গ্রুপের কাছ থেকে ২২৩৭.৪ কোটি টাকা তুলবে। এতে কোম্পানিতে তাদের শেয়ার বেড়ে হবে ১৮.৩৯ শতাংশ।

সোমবার কোম্পানির বোর্ড মিটিং বসে। ZEEL জানিয়েছে, বোর্ডে সভায় Altilis Technologies এবং Sunbright Mauritius Investments, Promoter Group-কে নগদে গ্রহণের জন্য ১৬.৯৫ কোটি পর্যন্ত সম্পূর্ণ রূপান্তরযোগ্য ওয়ারেন্ট ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানির আশা প্রমোটারদের কাছ থেকে নতুন করে বিনিয়োগ এলে তা কোম্পানির মূল ব্যবসাকে আরও শক্তিশালী করবে। এর ফলে মিডিয়া ও এন্টাটেইনমেন্টে সেক্টরে কোম্পানির বৃদ্ধি আরও গতি পাবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির প্রমোটাররা ২২৩৭.৪৪ কোটি টাকা বিনিয়োগ করে বাজার থেকে ফান্ড তুলতে পারবে। এতে তাদের শেয়ার হোল্ডিং দাঁড়াবে ১৮.৩৯ শতাংশ। জিল-এ বর্তমানে তাদের শেয়ার রয়েছে ৩.৯৯ শতাংশ।

পরিকল্পনা অনুযায়ী, ZEEL কোম্পানির সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি শেয়ারে রূপান্তরযোগ্য ওয়ারেন্ট ইস্যু করবে যার প্রতিটি ওয়ারেন্টের মূল্য মূল্য ১৩২ টাকা। এভাবেই কোম্পানি এগোতে চাইছে। জিল-এর গ্রোথ প্ল্যান তৈরি করছে জি পি মর্গান।  তাদের পরামর্শে কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগ ও কোম্পানির উন্নতিতে পরিকল্পনা গ্রহণ করবে।

আরও পড়ুন-ওয়েটিং লিস্ট নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত রেলের, কবে থেকে চালু নতুন নিয়ম?

আরও পড়ুন-পিৎজ়ার অর্ডারেই যুদ্ধের সিগন্যাল! ছিল ইসরায়েলে-ইরানের ভবিষ্যদ্বাণীও, কী সেই তত্ত্ব?

কোম্পানির ওই সিদ্ধান্ত নিয়ে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড(ZEEL) এর চেয়ারম্যান আর গোপালন বলেন, বিভিন্ন ধরনের পরিকল্পনাগত বিষয় খতিয়ে দেখেছে বোর্ড। সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রমোটারদের শেয়ার বাড়ালে কোম্পানির গ্রোথ-এ তাদের আগ্রহ বাড়বে। এতে জি বাজারে লিডিং কনটেন্ট পাওয়ারহাউস হওয়ার দিকে গতি পাবে। এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের মতামতের প্রয়োজন রয়েছে। সেই সবুজ সংকেত চলে এলে জি নতুন করে গতি পাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.