Farmers Protest : Priyanka, Diljit-এর নীতি নিয়ে প্রশ্ন তুললেন Kangana Ranaut

 প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) বিরুদ্ধে ফের একবার আক্রমণ শানালেন কঙ্গনা।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 19, 2020, 08:04 PM IST
Farmers Protest : Priyanka, Diljit-এর নীতি নিয়ে প্রশ্ন তুললেন Kangana Ranaut

নিজস্ব প্রতিবেদন : কৃষক আন্দোলন (Farmars Protst)  ঘিরে ফের একবার মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।  প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) বিরুদ্ধে ফের একবার আক্রমণ শানালেন কঙ্গনা।

শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা (Kangana Ranaut)। তিনি বলেছিলেন, ''আমি বলেছিলাম, যখন কৃষক আন্দোলনের আসল উদ্দেশ্য সামনে আসবে। আমি আবার এবিষয়ে মুখ খুলবো। ঠিক যেমনটা শাহিনবাগের ক্ষেত্রে হয়েছিল। গত ১০-১২ ধরে নেটদুনিয়ায় আমি যেভাবে ধর্ষণের হুমকি পাচ্ছি, তাতে আমার অধিকার আছে আমি দেশের মানুষের কাছে কিছু প্রশ্ন করি। প্রধানমন্ত্রী যেহেতু সবকিছু পরিষ্কার করে দিয়েছেন, তাই কোনও সন্দেহের অবকাশ নেই যে এই আন্দোলন রাজনৈতিকভাবে প্রভাবিত। সন্ত্রাসবাদীরাও এই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। আমি পঞ্জাবে পড়াশোনা করেছি। ওখানেই বড় হয়েছি। আমি জানি পঞ্জাবের মানুষ কোনওদিনই দেশকে টুকরো করতে চান না। ওনারা খালিস্তান কোনওদিনই চাননি। গোটা দেশটাই ওনাদের। ওনারা দেশকে ভালোবাসেন। সন্ত্রাসবাদীদের আমার কিছুই বলার নেই, তবে সরল কৃষকরা কেন তাঁদের অঙ্গুলি হেলনে চলছেন কেন? এতেই আমি অবাক হয়ে যাচ্ছি।''

আরও পড়ুন-Switzerland-এ এসেছি মনে হচ্ছে, তবে Kashmir-তার থেকেও বেশি সুন্দর: Aditya Narayan

কঙ্গনার কথায়,'' শাহিনবাগের দাদি পড়তে পারেন না, উনি নাগরিকত্ব বাঁচাতে প্রতিবাদ করছিলেন। পাঞ্জাবের দাবি আমায় গালিগালাজ করছেন। তিনি জমি বাঁচানোর চেষ্টা করছেন। এসব দেশে কী হচ্ছে? বন্ধুরা, আমরা কেন এই সন্ত্রাসী এবং বিদেশী শক্তির সামনে নিজেকে এতটা দুর্বল হতে দিই? আপনাদের বিরুদ্ধে আমার ক্ষোভ আছে। আমাকে কেন প্রতিদিন আমার উদ্দেশ্য সম্পর্কে কথা বলতে হয়। আমি দেশকে ভালোবাসি, আর এটা কেন প্রতিদিন আমায় প্রমাণ করতে হবে?''

এখানেই শেষ নয়, কঙ্গনা আরও বলেন, ''কই কেউ প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) মতো লোকেদের উদ্দেশ্য সম্পর্কে তো জিজ্ঞাসা করে না! যে তাঁদের নীতি কী? এই দেশের হয়ে আমি কথা বলি, আর আমার বিরুদ্ধেই রাজনীতি করার অভিযোগ আনা হয়।''

প্রসঙ্গত, কৃষক আন্দোলন নিয়ে এর আগে দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) সঙ্গে লড়াইয়ে জড়িয়েছিলেন কঙ্গনা রানাউত। কঙ্গনা-দিলজিতের সেই টুইট যুদ্ধ ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন-Baby Bump ঘিরে জল্পনা, বিয়ের ২ মাসের মাথায় মা হচ্ছেন! নিজেই জানালেন Neha Kakkar?

.