জনসাধারণকে করোনা টিকা সম্পর্কে আপডেট রাখতে অ্যাপ লঞ্চ করছে কেন্দ্র

Sat, 28 Nov 2020-2:38 pm,

নিজস্ব প্রতিবেদন:  করোনা রোধের ভ্যাকসিন নিয়ে তৎপর কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভ্যাকসিনের অগ্রগতির খোঁজ নিতে দেশের তিন শহরে সফর করছেন। 

এরই মাঝে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের সম্পর্কে বিশদে জানতে মোবাইল অ্যাপ চালু করার খবর জানিয়েছে। এই অ্যাপের মাধ্যমেই ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় খবর পাওয়া যাবে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে।

এই অ্যাপ মারফত জানা যাবে, কতদিনের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে? কীভাবে ভ্যকসিন পেতে পারেন, দাম কেমন হবে, কোন শহরে কীভাবে বণ্টন হবে, সেসব জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

জাতীয় স্তরে এক সংবাদ মাধ্যমে উল্লেখ রয়েছে, আরোগ্য সেতুর মতোই কাজ করবে এই নতুন অ্যাপ। 

প্রথমে নাম, যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ভ্যাকসিন সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। কতজন নিয়ে ভ্যাকসিন এবং আপনি কোন সময়ে পেতে পারেন সে সম্পর্কেও জানান দেবে অ্যাপ। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link