1031 Earthquakes: ১০৩১টি ভূমিকম্প! তাতসুকি আর বাবা ভাঙ্গার ৫ জুলাই ভবিষ্যদ্বাণী তাহলে মর্মান্তিক ভাবে সত্য হল? কোমর ভেঙে গেল...
Baba Vanga's Earthquake Prediction Comes True: জাপানে কী হল আজ, ৫ জুলাই? এ নিয়ে বহু আলোচনা হয়ে গিয়েছে, বহু আলোচনা হচ্ছে। সেই আতঙ্কের আবহেই এল এই ভয়ংকর খবর। কী?
|
Jul 05, 2025, 08:20 PM IST
2/7
৯০০

photos
TRENDING NOW
3/7
টোকারা দ্বীপাঞ্চলে

4/7
'দ্য ফিউচার আই স্য'

5/7
অক্ষরে-অক্ষরে মিলেছে

তাঁর প্রফেসি কি সত্যি হবেই, আগে কখনও হয়েছে? হ্যাঁ! করোনা নিয়ে তাঁর পূর্বাভাস অক্ষরে-অক্ষরে মিলেছে। প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়েও। এবার তিনি বলেছেন, ভয়াল ভূমিকম্পের জেরে ঘটবে ভয়ংকর সুনামি। আর তাতে শহর সব ডুববে, সমুদ্রেই পরিণত হবে পৃথিবী। তিনি বলেছেন, জাপান ও ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রের তলদেশ ফেটে যাবে। ফলে ভয়ংকর ঢেউ উঠবে। জাপানের দক্ষিণ-পশ্চিমে এমন সুনামি হবে, যা ২০১১ সালে যা হয়েছে, তার তিনগুণ ভয়াল!
6/7
শুধু তাতসুকি নয়

7/7
জাপান দিয়েই শুরু?

জাপানের ক্ষেত্রে বিষয়টি এত তাড়াতাড়ি সত্য হয়ে গেল, কারণ জাপান একেবারে ভূমিকম্পের কেন্দ্রে বসে রয়েছে। জাপান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের উপরে অবস্থিত। যা তীব্র ভূকম্পপ্রবণ। টেকটোনিক প্লেটগুলি এখানে 'মিট' করে। জাপানে প্রতি বছরই ১৫০০টির মতো কম্পন হয়। যা সারা পৃথিবীতে যত কম্পন ঘটে তার ১৮ শতাংশ! ভয়াবহ! সব থেকে তাৎপর্যপূর্ণ হল-- গত ২১ জুন থেকে আজ, ৫ জুলাই পর্যন্ত এই কয়েকদিনে জাপানে মোট ভূমিকম্প হয়েছে ১০৩১টি! ভয়ংকর!
photos