# ইংল্যান্ডের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল নিয়েছিলেন একটি উইকেট।
photos
TRENDING NOW
3/8
3
# শ্রীলঙ্কারই ওপেনার দিমুথ করুণারত্নে রান আউট হয়েছিলেন প্রথম ইনিংসে।
4/8
4
# ৪০টার মধ্যে বাকি ৩৮টি উইকেটই তুলে নিলেন দুই দলের স্পিনাররা।
5/8
5
# দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা ৬টি উইকেট, মালিন্দা পুষ্পকুমার ৪টি এবং আকিলা ধনঞ্জয় ৮টি উইকেট নিয়েছেন।
6/8
6
# দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের স্পিনাররাও ১৯টি উইকেট তুলে নিয়েছে। মঈন আলি ৬টি, আদিল রশিদ ৪টি এবং জ্যাক লিচ ৮টি উইকেট তুলে নেন।
7/8
7
# এর আগে ১৯৬৯ সালে নাগপুরে ভারত-নিউজিল্যান্ডের টেস্টে স্পিনাররা নিয়েছিলেন ৩৭ উইকেট।
8/8
8
# এই টেস্টে ইংল্যান্ডের পেসাররা কোনও উইকেট নেননি। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এমন ঘটল তৃতীয়বার। যদিও শ্রীলঙ্কাকে ৫৭ রানে দ্বিতীয় টেস্ট হারিয়ে দিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।