রামের আগে রাবণকে পরাস্ত করেছিলেন এই ৪ মহারথী, জানেন কি?

Aug 09, 2018, 22:57 PM IST
1/5

ram ravan

রাবণের বিনাশ করেছিলেন রঘুকুলপতি। লঙ্কাযুদ্ধের পর অবসান হয় রাবণ জমানার। তবে  জানেন কি? রামের আগে রাবণকে হারিয়েছিলেন ৪ মহারথী।

রাবণের বিনাশ করেছিলেন রঘুকুলপতি। লঙ্কাযুদ্ধের পর অবসান হয় রাবণ জমানার। তবে  জানেন কি? রামের আগে রাবণকে হারিয়েছিলেন ৪ মহারথী।

2/5

ram2

 একবার বালির সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন রাবণ। তখন পূজা করছিলেন বালি। বারবার হুঙ্কার দিচ্ছিলেন রাবন। তাতে পুজোয় ব্যাঘাত ঘটে। তারপর ক্রোধিত হয়ে নিজের বাহুতে জাপটে রাবণকে সমুদ্র পরিক্রমা করেছিলেন বালি। চেষ্টা করেও বালির বাহুমুক্ত হতে পারেননি রাবণ। রাবণকে নিয়ে সূর্যকে অর্ঘ্যপ্রদান করেছিলেন বালি। পরে বালির সঙ্গে সমঝোতা করেন রাবণ।

একবার বালির সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন রাবণ। তখন পূজা করছিলেন বালি। বারবার হুঙ্কার দিচ্ছিলেন রাবন। তাতে পুজোয় ব্যাঘাত ঘটে। তারপর ক্রোধিত হয়ে নিজের বাহুতে জাপটে রাবণকে সমুদ্র পরিক্রমা করেছিলেন বালি। চেষ্টা করেও বালির বাহুমুক্ত হতে পারেননি রাবণ। রাবণকে নিয়ে সূর্যকে অর্ঘ্যপ্রদান করেছিলেন বালি। পরে বালির সঙ্গে সমঝোতা করেন রাবণ।

3/5

ram

ক্ষত্রিয় রাজা সহস্রবাহু অর্জুনের কাছেও হেরেছিলেন রাবণ। এক হাজার হাত থাকায় তাঁকে সহস্রবাহু বলা হত। সহস্রবাহুর সঙ্গে যুদ্ধ করতে সৈন্যদল নিয়ে পৌঁছন রাবণ। তখন নিজের সহস্র হাত দিয়ে নর্মদা নদীর জল রাবণ সেনার উপরে ছুড়েছিলেন সহস্রবাহু। পরে আরও একবার রাবণ যুদ্ধ করতে গেলে তাঁকে বন্দি করেছিলেন সহস্রবাহু।

ক্ষত্রিয় রাজা সহস্রবাহু অর্জুনের কাছেও হেরেছিলেন রাবণ। এক হাজার হাত থাকায় তাঁকে সহস্রবাহু বলা হত। সহস্রবাহুর সঙ্গে যুদ্ধ করতে সৈন্যদল নিয়ে পৌঁছন রাবণ। তখন নিজের সহস্র হাত দিয়ে নর্মদা নদীর জল রাবণ সেনার উপরে ছুড়েছিলেন সহস্রবাহু। পরে আরও একবার রাবণ যুদ্ধ করতে গেলে তাঁকে বন্দি করেছিলেন সহস্রবাহু। 

4/5

ravan1

পাতাললোকের রাজা ছিলেন দৈত্যরাজ বলি। রাবণকে ঘোড়াশালে বেঁধে রেখেছিলেন বলির সঙ্গে ক্রীড়ারত শিশুরা। কোনওক্রমে সেখান থেকে পালান রাবণ।

পাতাললোকের রাজা ছিলেন দৈত্যরাজ বলি। রাবণকে ঘোড়াশালে বেঁধে রেখেছিলেন বলির সঙ্গে ক্রীড়ারত শিশুরা। কোনওক্রমে সেখান থেকে পালান রাবণ।  

5/5

shiva

নিজের শক্তির উপরে প্রচণ্ড অহংকার ছিল রাবণের। অহংকারের বশবর্তী হয়ে কৈলাসে পৌঁছে গিয়েছিলেন লঙ্কারাজ। ধ্যানরত শিবকে হঙ্কার দেন রাবণ। তবে মহাদেব চোখ না খোলায় কৈলাস পর্বত ওঠানোর চেষ্টা করেন লঙ্কাধিপতি। তখন কৈলাস পর্বতের ভার বাড়িয়ে দেন শিব। ব্যস আর কি তার চাপেই দমবন্ধ হয়ে যাচ্ছিল রাবণের। এরপরই শিবকে গুরু মেনে তাঁর উপাসনা শুরু করেন এই শিবভক্ত।

নিজের শক্তির উপরে প্রচণ্ড অহংকার ছিল রাবণের। অহংকারের বশবর্তী হয়ে কৈলাসে পৌঁছে গিয়েছিলেন লঙ্কারাজ। ধ্যানরত শিবকে হঙ্কার দেন রাবণ। তবে মহাদেব চোখ না খোলায় কৈলাস পর্বত ওঠানোর চেষ্টা করেন লঙ্কাধিপতি। তখন কৈলাস পর্বতের ভার বাড়িয়ে দেন শিব। ব্যস আর কি তার চাপেই দমবন্ধ হয়ে যাচ্ছিল রাবণের। এরপরই শিবকে গুরু মেনে তাঁর উপাসনা শুরু করেন এই শিবভক্ত।