একদিনেই করোনা আক্রান্ত ৬৯ হাজারেরও বেশি! দেশে মোট নোভেলের বলি ৫৬,৭০৬

Sun, 23 Aug 2020-10:53 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে একদিনে ফের করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৩৯ জন। যার ফলে গোটা ভারতে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪০।

গত ২৪ ঘন্টায় করোনা থাবায় প্রাণ হারিয়েছেন ৯১২ জন। দেশে এ পর্যন্ত নোভেল করোনার বলি ৫৬ হাজার ৭০৬ জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৯৮৯ জন। যার দরুন এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা নোভেল জয়ীর সংখ্যা ২২ লক্ষ ৮০ হাজার ৫৬৬ ।

 

মহারাষ্ট্রে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৭১ হাজার ৯৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৮০ হাজার ১১৪ জন। প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৯৯৫ জন। এখন ঠাকরে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৮৩৩ জন।

 

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৩ হাজার ৪১০ জন। মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৪২০ জন। করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ১৩ হাজার ২৮০ জন। এখন সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৩ হাজার ৭১০।

দেশে তৃতীয় করোনা বিধ্বস্ত রাজ্য অন্ধ্র প্রদেশ। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার ২১৬ জন। প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ১৮৯ জন। করোনা জয় করে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫২ হাজার ৬৩৮ জন। এখন সেখানে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৮৯ হাজার ৩৮৯।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link