ছিটকে পড়ল বাবা-মা, ছেলেকে নিয়ে বাইক দৌড়াল আপন মনে

Wed, 22 Aug 2018-4:27 pm,

রাখে হরি তো মারে কে! আর হয়ত এটাকেই বলে মিরাক্যাল। ভয়াবহ বাইক দুর্ঘটনায় বেঁচে গেল ছোট্ট শিশু। কিন্তু যে ভাবে বাঁচল, সেটাই এখন বিস্ময়ের!

বেঙ্গালুরুর  নেলামঙ্গলা থেকে  টুমাকুরু হাইওয়ে-তে রুদ্ধশ্বাস গতিতে ছুটছে বাইক। আরোহী তিন, কারও মাথায়ই নেই হেলমেট। চালকের পিছনে বসে তাঁর স্ত্রী এবং মাঝে তাঁদের সন্তান। একের পর এক গাড়ি টেক্কা দিয়ে ছুটে চলেছেন তাঁরা। সামনে ট্রাক, আরও চার চাকার যানও ছুটছে। ভ্রুক্ষেপই নেই তাঁদের। 

হঠাতই একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আরোহী। সটান ধাক্কা মারে সামনের বাইকটিকে। মুহূর্তেই ছিটকে পড়ে যায় আরোহী এবং পিছনে বসে থাকা তাঁর স্ত্রী। তারপর...?

এরপরই ঘটল অবিশ্বাস্য ঘটনা। ধাক্কা মারা সত্ত্বেও বাইকটি কোনওভাবেই নিয়ন্ত্রণ হারায়নি, বরং অনেকটা পথই এগিয়ে যায় চালক ছাড়াই। কিন্তু ও কি! বাইকটিতে তখনও অক্ষত অবস্থায় বসে রয়েছে শিশুটি।

এই দৃশ্য দেখলে অনেকই ভাববেন স্বয়ংক্রিয় বাইক হয়তো! দুর্ঘটনায় পড়লেও এভাবেই বিপদ এড়াতে পারে। বিজ্ঞানের ব্যাখ্যা যাই থাকুক না কেন, এ দৃশ্য যে মিরাক্যাল, তা বলার অপেক্ষা রাখে না।

প্রায় ৩০০ মিটার পর্যন্ত শিশু-সহ বাইকটি দৌড়য়। সামনে দিয়ে রুদ্ধশ্বাসে চলে যাচ্ছে অন্যান্য যানও। রবিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ ঘটনাটি ঘটে।  

গোটা ঘটনাটি ক্যামেরিবন্দি করেছেন কার্তিক গৌরা নামে এক ব্যক্তি। গাড়িতে বসেই ড্যাশ-ক্যামে এই দুর্ঘটনার ভিডিও ধরা পড়ে। এমন বিস্ময়কর একটি ঘটনা যে তাঁর ক্যামেরায় ধরা দেবে তা  তিনি ভাবতেও পারেননি।

পরে, কিছুটা পথ পেরিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যায়। শিশুটি অক্ষতই থেকে যায়। এরপর স্থানীয়রা শিশুকে উদ্ধার করেন। তবে, শিশুটির মা-বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় পুলিসের কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link