এটাই বাংলা! বৃষ্টিতে প্রতিমা তৈরির জন্য নিজের বাড়ির বারান্দা ছাড়ল মুসলিম দম্পতি

| Oct 26, 2019, 21:42 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: নমাজ পাঠ করেছন জনৈক সংখ্যালঘু ব্যক্তি। পাশে কালীর চক্ষুদান করছেন শিল্পী। বাংলার চিরাচরিত ধর্মীয় সহিষ্ণুতার এক টুকরো নজির উঠে এল বর্ধমানের কাটোয়ায়।  

2/7

বর্ষার বৃষ্টি চলছে অক্টোবরে। টানা বৃষ্টিতে স্থান সঙ্কুলানে প্রতিমা গড়ার কাজ শেষ করতে পারছিলেন না কাটোয়ার খাজুরডিহি গ্রামের  দক্ষিণপাড়ার শিল্পী অসীম পাল। মাথায় হাত পড়ে অসীমবাবুর। সময়ে তো প্রতিমা মণ্ডপে পাঠাতে হবে? 

3/7

প্রতিবেশী অসীম পালের পাশে দাঁড়ায় মুসলিম দম্পতি। নিজেদের দালান অসীমবাবুকে ছেড়ে দেন ফরজ সেখ ও আফরোজা বিবি।  

4/7

প্রাকৃতিক দুর্যোগে অসীম পালদের সঙ্গে হাত লাগিয়ে প্রতিমাগুলোকে নিরাপদে নিজেদের বাড়িতেও নিয়ে এসেছে ওই দম্পতি। 

5/7

ঘরে তৈরি হচ্ছে প্রতিমা। পাশে নিয়ম করে নমাজ পড়ছেন ফরজ শেখ।

6/7

পেশায় ঠিকাদার ফরজ সেখের বক্তব্য, আমরা পাশাপাশি  দাদা-ভাইয়ের মতো থাকি। ধর্মীয় বিভাজনে আমাদের বিশ্বাস নেই।আফরোজার কথায়,''বৃষ্টির জন্য দাদার ঠাকুর গড়ার  অসুবিধা হচ্ছিল। তাই বললাম, আমাদের ঘর ফাঁকা আছে। আপনি এখানে এসে ঠাকুর গড়তে পারেন।'' 

7/7

দুর্যোগের দিনে প্রতিবেশী ফরজদের ডাকে সাড়া দিয়ে মৃৎশিল্পী অসীম পালও প্রতিমা নিয়ে চলে এসেছেন। কাটোয়ার অখ্যাত গ্রাম যেন একটাই বার্তা দিচ্ছে, ধর্ম যার যার   উত্সব সবার। আর বাংলা আজও আলাদা।