তুরস্ক থেকে ফিরলে সরকারি হস্টেলে পাঠানো হোক আমিরকে, দাবি সুব্রহ্মাণ্যম সামির
তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদেগানের সঙ্গে আমির খান দেখা করার পরই শুরু হয় শোরগোল
তুরস্কে ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার পর আমির খানের বিরুদ্ধে ক্ষেপে গেলেন বিজেপি নেতা সুব্রহ্মাণ্যম সামি
তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগানের সঙ্গে সম্প্রতি সাক্ষাত করেন আমির খান। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় জোর শোরগোল। আমির কেন তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করলেন, তা নিয়ে জোর তরজা শুরু হয়
এরপরই ট্যুইট করেন বিজেপি নেতা সুব্রহ্মাণ্যম সামি। তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে কেন আমির খান তুরস্কে গেলেন! তুরস্ক থেকে ফেরার পর আমিরকে ২ সপ্তাহ সরকারি হস্টেলে কোয়ারেন্টিন করা হোক বলে দাবি করেন সামি
প্রসঙ্গত লাল সিং চাড্ডার শেষ পর্যায়ের শ্যুটিংয়ের জন্য তুরস্কে যান আমির খান। তুরস্কে যাওয়ার পরই সেখানকার ফার্স্ট লেডি এমিন এরদেগানের সঙ্গে দেখা করেন আমির। সেই ছবি প্রকাশ্যে আসার পর জোর শোরগোল শুরু হয়ে যায় সামাজিক মাধ্যম জুড়ে