Abhishek In Marishda: 'আমপানে ক্ষতিপূরণ পাইনি', নালিশ গ্রামবাসীদের, পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ অভিষেকের
1/5

2/5

জাতীয় সড়কের পাশে মারিশদার এক গ্রাম ঢুকে একাধিক বাড়িতে ঢুকে পড়েন ডায়মন্ডহারবারের সাংসদ। সাধারণ মানুষের অভাব অভিযোগ জানতে চান গ্রামবাসীদের কাছ থেকে। তাঁকে দেখেই ঘিরে ধরেন গ্রামবাসীরা। একজন বলেন, এখানে টিউব ওয়েল একটা রয়েছে। সেই টিউবওয়েল থেকে নোনা জল বের হয়। ওয়াটার সাপ্লাইয়ের জল এক বেলা দেয়। সেই জল নিতে গিয়ে মারামারিও হয়ে যায়।
3/5

4/5

গ্রামবাসীদের অভিষেকের প্রশ্ন পঞ্চায়েতের লোকদের আপনারা বলেননি? গ্রামবাসীরা বলেন, ওরা হ্যাঁ করে দেব বলে চলে গিয়েছে। অভিষেক জানতে চান, এখানকার পঞ্চায়েত প্রধানের নাম কী? এলাকার মানুষ অভিষেকের কাছে জল জমারও অভিযোগ করেন। তারা বলেন, এখানে বৃষ্টি ও বন্যার জল ঢুকে গেল সেই জল বের হতে এক মাস সময় লেগে যায়। কোনও ব্যাপারে সই করাতে গেলে বারবার ফিরিয়ে দেওয়া হয়।
5/5
