১৬০ কিমি! দুর্গাপুর থেকে ব্রিগেড ধামসার তালে হেঁটেই পার
Jan 16, 2019, 14:01 PM IST
1/8
ব্রিগেড সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে দুর্গাপুরের আদিবাসীরা ধামসা মাদল বাজিয়ে হেঁটে রওনা দিলেন।
2/8
বুধবার সকালে কাঁকসার রঘুনাথপুর থেকে তাঁরা যাত্রা শুরু করেন।
photos
TRENDING NOW
3/8
পূর্ব বর্ধমানের সহ- সভাধিপতি দেবু টুডু ও কাঁকসা দেবদাস বক্সির শুরু হয় যাত্রা।
4/8
কয়েক হাজার আদিবাসী এই দীর্ঘ পথ পায়ে হেঁটে যাবেন ব্রিগেড সমাবেশে যোগ দিতে।
5/8
মুখ্যমন্ত্রীর কাছ থেকে আদিবাসীরা অনেক কিছু পেয়েছেন এবং তাই এই সমাবেশকে আরও শক্তিশালী করার জন্যই হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করবেন তাঁরা, জানালেন আদিবাসীরা।
6/8
তাঁদের পদযাত্রা দেখতে রাস্তার দুধারে ছিল মানুষের ঢল।
7/8
দুর্গাপুরের কাঁকসা থেকে কলকাতার ব্রিগেডের দুরস্ত ১৬০ কিলোমিটার।
8/8
ধামসার তালে পা মিলিয়ে এই ১৬০ কিলোমিটার হাসিমুখে পেরোতে তাঁরা প্রস্তুত।