Amarnath Yatri Accident: সবে শুরু অমরনাথযাত্রা, এর মধ্যেই বিপর্যয়! পাহাড়িপথে ধাক্কা পরপর গাড়িতে, ৩৬ জন তীর্থযাত্রীই...

Amarnath Yatri Injured in Bus Accident: যাত্রা শুরু হতে না হতেই বিপর্যয়। অন্তত ৩৬ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

| Jul 05, 2025, 07:17 PM IST
1/7

দুর্ঘটনা

আজ, শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের অন্য় গাড়িগুলিতে ধাক্কা মারে। অন্তত ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

2/7

পহেলগাঁওগামী

বাসটি পহেলগাঁওগামী একটি কনভয়ের অংশ ছিল। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাম্বান জেলার চান্দারকোটে। 

3/7

৩৬ জন যাত্রী

অন্তত ৩৬ জন অমরনাথযাত্রী আহত হয়েছেন। 

4/7

অমরনাথ গুহা

অমরনাথ যাত্রাকে বলা হয় ''ইন্ডিয়া'জ মোচ-অ্যাওয়েটেড পিলগ্রিমেজ'', ''ইন্ডিয়া'জ মোস্ট রেভার্ড হিন্দু পিলগ্রিমেজ'', 'ওয়ান্স-ইন-আ-লাইফটাইম স্পিরিচ্যুয়াল এক্সপিরিয়েন্স'। কদিন আগেই শুরু হল এ বছরের সেই 'ভেরি ভেরি স্পেশাল' ও বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। প্রতি বছরই হাজার হাজার হিন্দু ভক্ত এই সময়টার দিকে তাকিয়ে বসে থাকেন। আবহাওয়ার প্রতিবন্ধকতা থাকে, বিপদ থাকে। তবুও মানুষ ছুটে যান। 

5/7

রহস্য়

বরফ জমে কী আশ্চর্য ভাবেই যে এই শিবলিঙ্গ তৈরি হয়, এ এক রহস্য়। ভূগোল-বিজ্ঞান হার মেনে যায়। জম্মু-কাশ্মীরের এই অমরনাথ গুহা ভক্তদের  আবহমান কাল ধরে আকর্ষণ করে এসেছে। অমরনাথযাত্রা ভক্তদের কাছে স্রেফ একটি জার্নি নয়।

6/7

নিয়মকানুন

অমরনাথ যাত্রায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। করাতে হয় মেডিক্যাল চেক-আপ! অনলাইন রেজিস্ট্রেশন আগেই শুরু হয়ে গিয়েছে। অফলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত সোমবার থেকে! তীর্থযাত্রীদের সঙ্গে অবশ্যই রাখতে হবে আধার কার্ড। রেলওয়ে স্টেশনের নিকটবর্তী সরস্বতী ধাম থেকে যাত্রার টোকেন সংগ্রহ করতে হয়। এসএএসবি তথা শ্রীঅমরনাথ শ্রাইন বোর্ড এই যাত্রার সমস্ত বিষয়টি দেখে। এর মধ্যে থাকে হেলথকেয়ার, সিকিউরিটি, খাবারের ভণ্ডারার মতো জরুরি ব্যাপারগুলি। 

7/7

জুলাই থেকে অগস্ট

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল মনোজ সিনহা এ বছরের অমরনাথযাত্রীর প্রথম ব্যাচটিকে ফ্ল্যাগ-অফ করেছেন! মোট ৩৮ দিন এই যাত্রা চলবে। ৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথ গুহা। অনন্তনাগ জেলার ৪৮ কিমি দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুটটিতেই ভক্তেরা মূলত যান। গান্ডেরবাল জেলার বালতাল রুটটি মাত্র ১৪ কিমি। তবে এটা খাড়াই। যাত্রা চলবে ৯ অগস্ট।