শ্যামাপ্রসাদ না থাকলে পুরো বাংলাই পাকিস্তান হতো, আর বিজেপি বহিরাগত? অমিত

Oct 01, 2019, 21:24 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে বাঙালি ও বাংলা বিরোধী দল বলে প্রচার করছে তৃণমূল। মঙ্গলবার কলকাতায় এসে তার জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বললেন, বিজেপিকে বহিরাগত বলছেন। আপনি ইতিহাস পড়েননি। 

2/5

বাংলা ভাগের প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, বিজেপিকে বহিরাগত বলছেন। আপনি ইতিহাস পড়েননি। পুরো বাংলা পাকিস্তানের অন্তর্গত হতো। বাংলার জন্য আন্দোলন করেছিলেন আমাদের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।  

3/5

অমিত আরও বলেন,''আজ কলকাতা ভারতের অংশ, সেটা শ্যামাপ্রসাদের আন্দোলন পরিণতি। আমাদের দলের প্রথম সভাপতির জন্য আজ এপার বাংলার অস্তিত্ব রয়েছে।'' 

4/5

বস্তুত বছর পাঁচেক আগেও বিজেপির পরিচিতি ছিল গোবলয়ের দল। কিন্তু এখন সেই দলই অসম, ত্রিপুরায় সরকার গড়েছে। আবার দাক্ষিণাত্যের রাজ্য কর্ণাটকেও ক্ষমতায় বিজেপি। এবার বিজেপির মিশন বাংলা দখল। 

5/5

বলে রাখি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজেই বলেছিলেন, বাংলা, ওডিশা ও কেরল জয় না করলে বিজেপির স্বর্ণযুগ আসবে না। লোকসভা ভোটের ফলপ্রকাশের দিনই অমিত ঘোষণা করেছিলেন, ২০২১ সালে সরকার গড়বে বিজেপি।