শ্যামাপ্রসাদ না থাকলে পুরো বাংলাই পাকিস্তান হতো, আর বিজেপি বহিরাগত? অমিত

Tue, 01 Oct 2019-9:24 pm,

নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে বাঙালি ও বাংলা বিরোধী দল বলে প্রচার করছে তৃণমূল। মঙ্গলবার কলকাতায় এসে তার জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বললেন, বিজেপিকে বহিরাগত বলছেন। আপনি ইতিহাস পড়েননি। 

বাংলা ভাগের প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, বিজেপিকে বহিরাগত বলছেন। আপনি ইতিহাস পড়েননি। পুরো বাংলা পাকিস্তানের অন্তর্গত হতো। বাংলার জন্য আন্দোলন করেছিলেন আমাদের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।  

অমিত আরও বলেন,''আজ কলকাতা ভারতের অংশ, সেটা শ্যামাপ্রসাদের আন্দোলন পরিণতি। আমাদের দলের প্রথম সভাপতির জন্য আজ এপার বাংলার অস্তিত্ব রয়েছে।'' 

বস্তুত বছর পাঁচেক আগেও বিজেপির পরিচিতি ছিল গোবলয়ের দল। কিন্তু এখন সেই দলই অসম, ত্রিপুরায় সরকার গড়েছে। আবার দাক্ষিণাত্যের রাজ্য কর্ণাটকেও ক্ষমতায় বিজেপি। এবার বিজেপির মিশন বাংলা দখল। 

বলে রাখি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজেই বলেছিলেন, বাংলা, ওডিশা ও কেরল জয় না করলে বিজেপির স্বর্ণযুগ আসবে না। লোকসভা ভোটের ফলপ্রকাশের দিনই অমিত ঘোষণা করেছিলেন, ২০২১ সালে সরকার গড়বে বিজেপি।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link