সবরীমালায় বিক্ষোভকারী আয়াপ্পা ভক্তদের পাশেই রয়েছে বিজেপি, কেরলে হুঁশিয়ারি অমিত শাহর
সুপ্রিম কোর্টের নির্দেশ নয় সবরীমালার আয়াপ্পা ভক্তদেরই পাশে দাঁড়লেন বিজেপি সভাপতি অমিত শাহ। কান্নুরের এক সভা থেকে হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ সরকারকেই।
শনিবার শাহ বলেন, আয়াপ্পার ভক্তদের সঙ্গে রয়েছে বিজেপি। এখন কেরলে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে রাজ্য সরকারের নৃশংসতার লড়াই চলছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আয়াপ্পা ভক্তদের পাশে রয়েছে বিজেপি।
সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে কেরলের সবরীমালা মন্দিরে ১০-৫০ বছরের মহিলাদের প্রবেশ অবাধ করা হয়েছে। এর আগে চিরকুমার আয়াপ্পার ওই মন্দিরে একমাত্র ৫০ বছরের বেশি বয়সের মহিলারাই প্রবেশ করতে পারতেন।
টানা কয়েকদিন ধরে সবরীমালায় মহিলারা ঢোকার চেষ্টা করলেও শেষপর্ষন্ত ভক্তদের বিক্ষোভোর চাপে তাঁরা ফিরে আসেন। পুলিস প্রহরাতেও কোনও কাজ হয়নি। মহিলাদের প্রবেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন মহিলরাই।
মন্দিরে বিক্ষোভের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কেরল সরকার। ইতিমধ্যেই সেখানে কয়েকশো আয়াপ্পা ভক্তদের গ্রেফতার করেছে প্রশাসন। এনিয়ে এবার ময়দানে নেমে পড়ল বিজেপি।
অমিত শাহ বলেন, বিজেপি ও আরএসএসের ২০০০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেরলের বাম সরকারকে বলছি, আয়াপ্পা ভক্তদের পাশে রয়েছে বিজেপি।
আদালতের রায় রয়েছে ঠিকই কিন্তু দেশে একাধিক মন্দির রয়েছে যেগুলি চলে ভিন্ন ভিন্ন নিয়মে, মন্তব্য অমিত শাহর।