অবাধ্য হওয়ার উপায় নেই মায়ের, ২৬০ ভরি গয়না দিয়ে কালীকে ২১-এর লক্ষ্য দিলেন কেষ্ট

| Oct 26, 2019, 23:00 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: বীরভূমে তৃণমূলের কোটি টাকার পার্টি অফিসেই রয়েছে কালীমন্দির। প্রতিবছর কালীপুজো করেন অনুব্রত মণ্ডল ও তাঁর অনুগামীরা। তবে এবারের কালীপুজো আরও জাঁকজমকপূর্ণ। 

2/7

এবার কালীমূর্তিকে ২৬০ ভরির গয়না দিয়ে সাজানো হয়েছে। 

3/7

গতবছর ১৮০ ভরির গয়না দিয়েছিলেন। এবার ২৬০ ভরি। মুকুট, হাতের বালা, চূড়, বাজুবন্ধ, নেকলেস কী নেই! 

4/7

কালীপুজোর দিন সাধারণের জন্য প্রতিমা দর্শনের ব্যবস্থা করে দেওয়া হবে। দেওয়া হবে ভোগও। 

5/7

এবার সোনার পরিমাণ বাড়ল কেন? বীরভূমের জেলা সভাপতি বলেন, ''মা সুন্দরভাবে সেজে। মা যা চাইবে তাই পাবে। আশা করি ২০২১ সালে ২২৫ থেকে ২৩০টি আসন পাব রাজ্যে।'' 

6/7

কালী কথা শুনবে? অনুব্রতর জবাব,''আমি মাকে যা চেয়েছি দিয়েছে। মা আমার কথার অবাধ্য করে না। আর অবাধ্য হওয়ার উপায় নেই। মায়ের কাছে অবাধ্যতা শুনবো না। ২২৫-২৩০ আসন দিতেই হবে।''    

7/7

সারাদিন উপোস থেকে পুষ্পাঞ্জলি দেন অনুব্রত মণ্ডল। তবে এবার মা মারা যাওয়ায় সেই রীতিতে সম্ভবত ছেদ পড়তে চলেছে।