জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা ও নস্ট্রাদামু। দুজনই তাঁদের প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য বহুপরিচিত। তাঁরা যখন যা ঘটবে বলে গিয়েছেন, মোটামুটি তেমনই ঘটেছে। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, মহামারি-- প্রায় সব কথাই মিলে গিয়েছে। এমনকি, এই হালে, ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গা ও নসট্রাদামুসের ভবিষ্যদ্বাণী প্রায় অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছিল! তাই ২০২৫ সাল নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ভয় ও আগ্রহ। ২০২৫ সাল নিয়ে এই দুই ব্যক্তি-- কী বলে গিয়েছেন?

Home Image: 
Baba Vanga & Nostradamus Predictions: ২০২৫ নিয়ে নসট্রাদামুস ও বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী শুনলে ঠান্ডা স্রোত বইবে শিরদাঁড়া দিয়ে...
Domain: 
Bengali
Home Title: 

২০২৫ নিয়ে নস্ট্রাদামুস ও বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী শুনলে ঠান্ডা স্রোত বইবে শিরদাঁড়ায়...

English Title: 
Baba Vanga And Nostradamus Made almost Same Predictions For 2025 know what they predicted much earlier
Slide Photos: 

আরও আছে! রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েও আশ্চর্য করে দেওয়া সব ভবিষ্যদ্বাণী করেছেন এঁরা। বাবা ভাঙ্গা বলেছেন, বিশ্বে যা-ই হোক, পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে। আবার নস্ট্রাদামুস বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ একটা ইস্যুতে এসে থামবে এই ২০২৫ সালেই। দেখা যাক!

আসন্ন নতুন বছরটি নিয়ে বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৫ সালে ইউরোপে ভয়ংকর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে, প্রচুর প্রাণহানি ঘটবে। নতুন করে কোনও দুটি দেশের মধ্যে যুদ্ধ বাধবে। কথা না বলেই, কোনও বাক্যব্যয় না করেই এক মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করা যাবে, এমন কিছু আবিষ্কার করবে বিজ্ঞান। আর ২০২৫ সাল নিয়ে নসট্রাদামুস বলেছেন ইউরোপে ভয়ংকর নিষ্ঠুর এক যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি ঘটবে। বলেছেন পুরনো  আগ্নেয়গিরি জেগে উঠবে, ভয়ংকর বন্যা হবে! এর অর্থ দুজনেই ২০২৫ সাল নিয়ে একই সুরে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। 

কিন্তু কীসের জন্য  ২০২৫ সাল নিয়ে এত চিন্তিত সকলে? ২০২৫ সাল নিয়ে কী বলেছেন বাবা ভাঙ্গা ও নসট্রাদামুস?

আর একইভাবে নসট্রাদামুসও। তিনি বলে গিয়েছেন, আবার প্লেগ ছড়িয়ে পড়বে, যার জেরে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হবে।

৯/১১-র হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, ব্রেক্সিট-- কত কিছু সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। সেসব অক্ষরে-অক্ষরে সত্য প্রমাণিত।

চোখে দেখতে পেতেন না বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই দৈবশক্তির অধিকারী নারী একুশ শতকেরও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। এবং তা দিব্য মিলছে! আর একইভাবে নসট্রাদামুসও এ বিষয়ে কিংবদন্তি। নসট্রাদামুস বলে গিয়েছেন, ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ হবে ইউরোপে।

Authored By: 
Soumitra Sen
Publish Later: 
No
Publish At: 
Sunday, November 24, 2024 - 16:01
Mobile Title: 
২০২৫ নিয়ে নস্ট্রাদামুস ও বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী শুনলে ঠান্ডা স্রোত বইবে শি
Facebook Instant Gallery Article: 
No