Baba Vanga's Predictions: বিশ্ব থেকে মুছে যাবে মুসলিম? মানুষ অমর হবে? ভগবানের দেখাও মিলবে? বাবা ভাঙ্গার বিচিত্র ভবিষ্যদ্বাণী...
Baba Vanga's Extraordinary Predictions: ২০২৫ সাল বা তার পরের বছরগুলি নিয়ে বাবা ভাঙ্গার যেসব ভবিষ্যদ্বাণী রয়েছে, তা ইতিমধ্যেই তৈরি করেছে ভয়ংকর আগ্রহ। অত্যাশ্চর্য, ভয়ংকর, ভয়াবহ, অলৌকিক, হাড়হিম কী কী বলে গিয়েছেন বুলগেরিয়ার এই ভাবুক দ্রষ্ট্রা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গাও যেন আধুনিক নসট্রাদামুস। প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য তিনিও বহুলপরিচিত, বহুচর্চিত। তিনি মোটামুটি যখন যা ঘটবে বলে গিয়েছেন, তেমনই ঘটেছে। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, মহামারি-- প্রায় সব কথাই মিলেছে। ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী প্রায় অক্ষরে-অক্ষরে ফলেছে! তাই ২০২৫ সাল বা তার পরের বছরগুলি নিয়ে তাঁর যেসব ভবিষ্যদ্বাণী, তা ইতিমধ্যেই তৈরি করেছে ভয়ংকর আগ্রহ। অত্যাশ্চর্য, ভয়ংকর, ভয়াবহ, অলৌকিক, হাড়হিম কী কী বলে গিয়েছেন বুলগেরিয়ার এই ভাবুক দ্রষ্ট্রা?
1/6
সূর্য নিভে যাবে
2/6
মহাকাশে ঘটনার ঘনঘটা
photos
TRENDING NOW
3/6
পৃথিবী থেকে মুছে যাবে মুসলিম?
4/6
জলসংকট, খরা, দুর্ভিক্ষ
5/6
ঈশ্বরের সঙ্গে দেখা
6/6
অমরত্ব
photos