জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেন করছে না। ফলে মুদ্রার চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক থেকে তা সংগ্রহ করতে পারছেন না। ফলে কয়েন নিয়ে এমন নির্দেশ বাংলাদেশ ব্যাংকের।

Home Image: 
Bangladesh: এবার কয়েন নিয়ে নতুন কী নির্দেশ চলে এল? বন্ধ হয়ে যাচ্ছে বাজার চলতি মুদ্রা?
Domain: 
Bengali
Home Title: 

এবার কয়েন নিয়ে নতুন কী নির্দেশ চলে এল? বন্ধ হয়ে যাচ্ছে বাজার চলতি মুদ্রা? 

English Title: 
Bangladesh convey special order on one two and five rupee coins know the rule
Slide Photos: 

তবে লেনদেনের ফলে ধাতব মুদ্রার স্থিতি হ্রাস পেতে পারে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্থিতি ন্যূনতম সংখ্যা থেকে হ্রাস পেলে জনসাধারণ, ফিডিং শাখা ও প্রয়োজনে নিকটস্থ কোনও ব্যাংক হতে তা সংগ্রহ করতে পারবেন।

তফসিলি ব্যাংকের স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় ১ টাকার কয়েন ২৪ হাজার পিস, ২ টাকার কয়েন ২৪ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ১৫ হাজার পিস করে রাখতে হবে! প্রতিটি শাখায় ১ টাকার কয়েন ৮ হাজার পিস, ২ টাকার কয়েন ৮ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ৫ হাজার পিস রাখতে হবে। আর প্রতিটি উপশাখায় ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার পিস ও ৫ টাকার কয়েন ন্যূনতম ১ হাজার পিস রাখতে হবে।

দ্বিতীয়ত লেনদেন স্বাভাবিক রাখার লক্ষ্যে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা সংরক্ষণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সংখ্যা মানতে হবে। 

জনসাধারণের চাহিদা মোতাবেক ১, ২ ও ৫ টাকা মূল্যমানের মুদ্রা লেনদেনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এই পরিস্থিতিতে জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হল।

বলা হয়েছে, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা অনুযায়ী তার লেনদেন করছে না। ফলে কয়েনের চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক থেকে তা সংগ্রহ করতে পারছেন না।

Authored By: 
Soumitra Sen
Publish Later: 
No
Publish At: 
Monday, November 18, 2024 - 20:05
Mobile Title: 
এবার কয়েন নিয়ে নতুন কী নির্দেশ চলে এল? বন্ধ হয়ে যাচ্ছে বাজার চলতি মুদ্রা?
Facebook Instant Gallery Article: 
No