Hilsa| Bangladesh: পুজোর আগেই বাজারে পদ্মার ইলিশ, যোগান বাড়তেই কমল দাম?

Fri, 27 Sep 2024-10:00 am,

অয়ন ঘোষাল | দেবব্রত ঘোষ: দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি  ইলিশ। 

খুচরো বাজারে যাচ্ছে মাছ। আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। 

শুধু মাত্র হাওড়ায় নয় ৪০ মেট্রিক টন ইলিশ মোট ৪ টি পাইকারি বাজারে ১০ মেট্রিক টন করে অর্থাৎ ১০ হাজার কেজি করে মাছ পৌঁছেছে আজ ভোর রাতে।

বৃহস্পতিবার গেদে এবং পেট্রাপোল সীমান্ত দিয়ে যথাক্রমে ২০ এবং ২২ অর্থাৎ মোট ৪২ মেট্রিক টন ইলিশ ঢুকেছে। 

মানিকতলা বাজারে আজ ভোরে ৫০০ কিলো বাংলাদেশি ইলিশ ঢুকেছে। দাম ১৮০০ থেকে ২০০০ টাকা।

আজই আসা শুরু হয়েছে বলে সব বিক্রেতা এখনও ইলিশ এনে উঠতে পারেননি। মাত্র ৫০০ কেজি তোলা গেছে শিয়ালদহ বৈঠকখানা পাইকারি বাজার থেকে। বৃহস্পতিবার উইক এন্ড থেকে আরও বেশি ইলিশ বাজারে আনা সম্ভব হবে।

ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link