বাড়ি কিনতে চলেছেন? মধ্যবিত্তদের জন্য এই প্রকল্পের মেয়াদ আরও বাড়াল কেন্দ্র
নতুন বছরে বাড়ি বা ফ্ল্যাট কেনার ভাবনাচিন্তা করছেন? তাহলে এই খবরটা আপনার কাজের হতে চলেছে।
ক্রেডিট লিঙ্কড ভর্তুকি প্রকল্প আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। একইসঙ্গে নির্মাণকাজ চলছে এমন প্রকল্পে জিএসটি হার ১২ শতাংশ থেকে কমানোর প্রক্রিয়াও চলছে। এক সাক্ষাত্কারে নিজের মুখেই সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আসন্ন জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বস্তি পেতে চলেছে মধ্যবিত্তরা। সরকার চাইছে, নির্মাণকাজ চলছে এমন প্রকল্পগুলিকে ১২ শতাংশ থেকে ৫ শতাংশে করা হোক। এর পাশাপাশি ইনপুট ট্যাক্স ক্রেডিট বন্ধ করা হবে। কারণ, ইনপুট ট্যাক্স ক্রেডিটের ফায়দা ক্রেতাদের দিচ্ছেন না প্রোমোটাররা।
প্রধানমন্ত্রী জন আবাস যোজনার মেয়াদ আরও একবছর বাড়ানো হয়েছে। ২০১৬ সালে এই প্রকল্পটির সূচনা হয়েছিল। ২০১৯ সালের মার্চ পর্যন্ত ছিল মেয়াদ। এই প্রকল্পে গৃহঋণে ভর্তুকি পাচ্ছিলেন ক্রেতারা। বিভিন্ন আয়ের ব্যক্তিরা সর্বোচ্চ ২.৬৭ লক্ষ টাকা ভর্তুকি পান।
বলে রাখি, বড় শহরের প্রোমোটাররা চাইছেন, ঘরের দামে জমির মূল্য ৫০ শতাংশ থাকা উচিত। গোটা দেশে ৩৩ শতাংশ মূল্য থাকে। মুম্বইয়ের মতো শহরের ফ্ল্যাটের মধ্যে জমির দাম থাকে ৭০ শতাংশ। ফলে ছোট শহরের থেকে অতিরিক্ত জিএসটি ভরতে হয়।
প্রসঙ্গত, ২০২২ সালের আগে দেশের সকল নাগরিককে নিজস্ব আবাস দিতে চায় মোদী সরকার।