Bengal Weather Update: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে আসছে বৃষ্টি! উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা, এখনও বিপর্যস্ত পাহাড়...

অয়ন ঘোষাল: আজ সোমবার ভারী বৃষ্টির কোন সতর্কবার্তা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। এই ছয় জেলাতেই হলুদ সতর্কবার্তা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এই বৃষ্টির সঙ্গে। 

| Oct 06, 2025, 06:41 PM IST
1/18

মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে উত্তর বঙ্গের জেলা গুলিতে। উপরের দিকের জেলাগুলিতে সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। 

2/18

সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কবার্তা। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

3/18

সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে। 

4/18

এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলাতে।

5/18

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলাতে। 

6/18

বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম।

7/18

বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। 

8/18

কিছু জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণবঙ্গে।

9/18

গত ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটার ও তার বেশি বৃষ্টি খুব বেশি এলাকায় হয়নি। 

10/18

সংকোষ টি এস্টেট এলাকায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরিয়ামান টি এস্টেট এলাকাতেও ১১০ মিলিমিটার বৃষ্টি। 

11/18

কুমারগ্রামে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। এই তিনটি এলাকাই আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারের ঘুঘুমারিতে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

12/18

বাংলার আবহাওয়া আপডেট

দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। 

13/18

বাংলার আবহাওয়া আপডেট

দক্ষিণ ২৪ পরগনার সাগর ; পূর্ব মেদিনীপুরের দীঘা ও হুগলির হরিনখোলা তে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার।

14/18

বাংলার আবহাওয়া আপডেট

এই বছরেও ৩৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে। 

15/18

বাংলার আবহাওয়া আপডেট

উত্তরবঙ্গে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৭ ও ২০২০ সালে।

16/18

বাংলার আবহাওয়া আপডেট

২০২৫ সালের ১২ই আগস্ট নিউল্যান্ড টি গার্ডেন ৩৬২.৬ মিলিমিটার। 

17/18

বাংলার আবহাওয়া আপডেট

২০১৭ আগস্টে ৪৭৮.১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল হাসিমারাতে।

18/18

বাংলার আবহাওয়া আপডেট

২০২০ জুলাই মাসে গাজোলডোবা ৪৬৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।