Weather Update: আগামী সপ্তাহেই বিদায় বৃষ্টি! 'শীতকাল কবে আসবে', জানিয়ে দিল হাওয়া অফিস...

Bengal Weather Update: ৭২ ঘণ্টার মধ্যে অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে যে বিদায় নিল বৃষ্টি। সোমবার থেকে লক্ষ্যনীয় ভাবে বৃষ্টি কমবে দক্ষিণে।

| Oct 11, 2025, 07:04 PM IST
1/8

আবহাওয়ার আপডেট

অয়ন ঘোষাল: আগামী দুই তিন দিনে বাংলায় বর্ষা বিদায়ের শুরু। দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।  রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি।  

2/8

আবহাওয়ার আপডেট

বর্ষা প্রায় শেষ পর্যায়ে চলছে। ৭২ ঘণ্টার মধ্যে অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টা। দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর হাওড়া কলকাতা নদীয়ায় আজ হালকা মাঝারি বৃষ্টি।  

3/8

আবহাওয়ার আপডেট

সোমবার থেকে লক্ষ্যনীয় ভাবে বৃষ্টি কমবে দক্ষিণে। উত্তরবঙ্গে পার্বত্য সহ ওপরের ৫ জেলায় ৭২ ঘণ্টা খুব হালকা মাঝারি বৃষ্টি। তারপর আর তেমন বৃষ্টি উত্তরবঙ্গে নেই। এরপর রাজ্য জুড়ে উত্তুরে হাওয়া ঢোকা শুরু হবে। বুধবার থেকে ভোরের দিকে হালকা কুয়াশা।   

4/8

আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।  

5/8

আবহাওয়ার আপডেট

রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আগামী সপ্তাহে।  

6/8

আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই। বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ। কখনোআংশিক মেঘলা আকাশ। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।   

7/8

আবহাওয়ার আপডেট

এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরো কমবে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বর্ষা বিদায়ের প্রস্তুতি।  

8/8

আবহাওয়ার আপডেট

আগামী সপ্তাহে হাওয়ার দিকবদল। দক্ষিণ পশ্চিমা বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে। দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনা তৈরি হবে রাতে ও সকালের দিকে।