Home Image: 
দূরপাল্লার মতো লোকাল ট্রেনের টিকিট, হিন্দি-ইংরেজির সঙ্গে ঢুকে পড়ল বাংলাও
Domain: 
Bengali
Home Title: 

দূরপাল্লার মতো লোকাল ট্রেনের টিকিট, হিন্দি-ইংরেজির সঙ্গে ঢুকে পড়ল বাংলাও  

English Title: 
bengali included in local train ticket
Slide Photos: 

মোদী সরকারের বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে বিতর্কে জড়িয়েছেন অমিত শাহও। পরে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, হিন্দিকে রাষ্ট্রভাষা করার কোনও পরিকল্পনা নেই সরকারের। বাংলায় ভাষা নিয়ে আবেগ চিরন্তন। এই প্রেক্ষাপটে বাংলার অন্তর্ভূক্তি তাত্পর্যপূর্ণ।

তবে সবচেয়ে চমকপ্রদ বদল সম্ভবত বাংলার অন্তর্ভূক্তি। টিকিটে এবার স্টেশনের নাম থাকবে বাংলায়। এতদিন হিন্দি ও ইংরেজিতেই লেখা থাকত।   
  

এর ফলে যাত্রীরা টিকিট কাটার পর মিলিয়ে দেখতে পারবেন। একইসঙ্গে টিকিট না কেটে যাওয়ার প্রবণতাও রোখা যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের। 

কোথা থেকে যাত্রা শুরু করছেন। আর কোথায় যাবেন, সেটা এতদিন দূরপাল্লার টিকিটেই লেখা থাকত। এবার তেমন টিকিট থাকবে লোকাল ট্রেনেও।     

 

নিজস্ব প্রতিবেদন: ট্রেনের টিকিটে বাংলা হিন্দির সঙ্গে ঠাঁই পেল বাংলাও। 

Publish Later: 
No
Publish At: 
Wednesday, January 15, 2020 - 23:12
Mobile Title: 
দূরপাল্লার মতো লোকাল ট্রেনের টিকিট, হিন্দি-ইংরেজির সঙ্গে ঢুকে পড়ল বাংলাও
Facebook Instant Gallery Article: 
No
Reported By: 
Sreyashi Ganguly