Bhai Duj 2023: ভাইফোঁটায় উলুধ্বনি আর শঙ্খধ্বনির সঙ্গে মিশল বাউলসুরও...
কপালে ফোঁটা দিয়ে এদিন বাউল শিল্পীদের মঙ্গল কামনা করলেন স্থানীয় মহিলারা।
নীলকন্ঠ মুখোপাধ্যায়, ভবা পাগলা, লালন ফকিরদের সুরের ধারা আজও অব্যাহত। আজও সেই সুর ধরে রেখেছেন বাউলেরা।
রাস্তায় দোতারা সুর আর বাড়িতে ভাইফোঁটার আসর-- আজ যেন এক অন্য ছন্দে রাঢ়বাংলা।
আর এই বাউলের সুর শুনে ছুটে এল ছোটদের দল। বাউল শিল্পীদের ভাইফোঁটা দিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন মহিলারা।
বাউল শিল্পীদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করে স্থানীয় তিথি ঘোষ দীপিকা মণ্ডলেরা জানান, ভালো থাকুক বাউল শিল্পীরা, বাঁচুক গ্রামবাংলার বাউল ঐতিহ্য।
এদিন বাউলশিল্পীদের গান শুনেও উচ্ছ্বসিত-উল্লসিত সমস্ত মানুষ।
বাউল শিল্পী গোপীনাথ বাস্কে জানান, প্রতিবছর ভাই ফোঁটার দিনে গ্রামবাংলার মানুষকে একটু আলাদা জগতে নিয়ে যায় এই ভাবনা।