Rani Chatterjee: কনের সাজেও উষ্ণ চকমকি! রানিকে দেখে কাঁপছে বরপক্ষ...
Rani Chatterjee: এবার বিয়ের পিঁড়িতে এই ভোজপুরী জনপ্রিয় অভিনেত্রী রানি চট্টোপাধ্যায়। বিয়ের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মন ভেঙে যায় তাঁর অনুরাগীদের।
Jan 28, 2025, 10:25 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রানি চট্টোপাধ্যায়। নিজের দুরন্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। তাঁর ছবি দেখতে ভিড় জমান অসংখ্য ভক্তরা।
2/6
এবার বিয়ের পিঁড়িতে এই ভোজপুরী হার্টথ্রব। বিয়ের আসরের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর মন ভেঙে যায় তাঁর অনুরাগীদের। ভিডিয়োতে দেখা যায়, স্বামীর সঙ্গে বিয়ের মঞ্চে বসে আছেন রানি। এবং অভিনেত্রীর বাবা-মা কন্যাদান করছেন। এই ভিডিয়ো দেখেই সবাই ভেবে নিয়েছেন যে, রানির বিয়ে হয়ে গিয়েছে।
photos
TRENDING NOW
3/6
কিন্তু ফ্যানেদের হতাশ হওয়ার কিছুই নেই! রানি নিজেই জানিয়েছে, এটা রিয়েল নয় রিলে তাঁর বিয়ে হয়েছে। ভিডিয়োটি একটি শ্যুটিংয়ের দৃশ্য।
4/6
'সাসুরা বড় পয়সাওয়ালা'-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্র দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছিল এবং এখন তিনি ভোজপুরি চলচ্চিত্র শিল্পের একজন সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
5/6
রানি চট্টোপাধ্যায়ের আসল নাম সাবিহা শেখ, এবং তিনি ১৯৭৯ সালের ৩ নভেম্বর মুম্বইয়ের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যখন তিনি চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন, তখন তিনি তার নাম পরিবর্তন করে রানি চট্টোপাধ্যায় রাখেন, যা তাঁকে একটি নতুন পরিচয় দেয় এবং তাঁর কর্মজীবনের পথে সাফল্যের নতুন দরজা খুলে দেয়।
6/6
বর্তমানে রানি তাঁর আসন্ন ছবি 'আম্মা'র শ্যুটিংয়ে ব্যস্ত। যেখানে অভিনেত্রীর বিয়ের দৃশ্য রয়েছে। অভিনেত্রী শ্যুটিংয়ের ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'উত্তরপ্রদেশের তীব্র ঠাণ্ডায় রাত ১টা নাগাদ তিনি বিয়ের শ্যুটিংটা করছেন।'
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.