Partha Chatterjee:পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের 'সুপ্রিম' নির্দেশ!

Dec 13, 2024, 12:18 PM IST
1/6

পার্থর জামিন...

Partha Chatterjee Bail

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। 

2/6

পার্থর জামিন...

Partha Chatterjee Bail

১ ফেব্রুয়ারির মধ্যেই জামিন দিতে সুপ্রিম নির্দেশ। তবে তার আগেই জমা দিতে হবে চার্জশিট।

3/6

পার্থর জামিন...

Partha Chatterjee Bail

এদিন সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়। পাশাপাশি জামিনের জন্য বেশ কিছু শর্তও আরোপ করেছে শীর্ষ আদালত।

4/6

পার্থর জামিন...

Partha Chatterjee Bail

বলা হয়েছে, তিনি কোনওভাবেই মামলার সঙ্গে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না।

5/6

পার্থর জামিন...

Partha Chatterjee Bail

ইডির মামলা ছাড়া অন্য কোনও মামলায় এই জামিন কার্যকর নয়। ফলে জামিন পেলেও জেলমুক্তি ঘটছে না পার্থ চট্টোপাধ্য়ায়ের।

6/6

পার্থর জামিন...

Partha Chatterjee Bail

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতারি ছাড়াও সিবিআই-ও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে।