Miyazaki Mango: আড়াই লাখ টাকা কেজি, গাছে ঝুলছে কোটি কোটি টাকার আম, ঘুম ছুটেছে বীরভূমের বাসিন্দার
তাঁর গাছে ফলেছে দুনিয়ার সবচেয়ে দামী আম। তাতে আনন্দের পাশাপাশি ঘুম ছুটে গিয়েছে গাছ মালিকের। প্রচারের তোড়ে এখন সেই আম বাঁচানোই দায়। বাধ্য হয়েই পুলিসের দ্বারস্থ হচ্ছেন গাছমালিক। -তথ্য-প্রসেনজিত্ মালাকার
বীরভূমের রাজনগরের বাসিন্দা আব্দুল মান্নান খান। তাঁর গাছে ফলেছে দুনিয়ার সবচেয়ে দামী মিয়াজাকি আম। মোট ৪টি গাছে ফলেছে ২০০ মিয়াজাকি আম। জাপান এই আমের জন্য বিখ্য়াত। -তথ্য-প্রসেনজিত্ মালাকার
কেন দুশ্চিন্তায় ভুগছেন মান্নানবাবু। কারণ খুবই সংগত। কারণ ওই আম আড়াই লাখ টাকা কেজি। ফলে ওই ২০০ আমের দাম খুব সহজেই হিসেব করা যায়। -তথ্য-প্রসেনজিত্ মালাকার
চার বছর আগে মান্নানবাবুকে ১০টি মিয়াজাকি আমের চারা এনে দিয়েছিলেন তাঁর এক বন্ধু। সেইসব চারা নিজের বাড়িতে লাগিয়েছিলেন তিনি। তার মধ্যে বেঁচে মাত্রা ৬টি গাছ। তার মধ্যে ৪টি গাছে ফলেছে মিয়াজাকি আম। মান্নাবাবু বলেন, এ বছর তার চারটি গাছে প্রায় 200 টি মিয়াজাকি আম ফলেছে। -তথ্য-প্রসেনজিত্ মালাকার
এতদিন সাধারণ মানুষ মিয়াজাকি আমের বিষয়ে ওয়াকিবহাল না থাকায় সেভাবে কোন অসুবিধা হয়নি। এমনকি মান্নানবাবু নিজেও জানতেন না তার কথা। তবে ফলন শুরু হতেই চিন্তায় ঘুম উড়েছে তাঁর। আর তাই এবার আম যেন কেউ চুরি করে না নেয় তার জন্য পুলিসের দ্বারস্থ হবার কথা ভাবছেন তিনি। এমনকি সেই আম রক্ষার জন্য সিসিটিভি ক্যামেরাও লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
-তথ্য-প্রসেনজিত্ মালাকার