বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল! তা নিয়ে ধুন্ধুমার কাণ্ড শান্তিনিকেতনে
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে বোলপুরে বিশ্ববিদ্যালয়ের একের পর এক জায়গায় পাঁচিল দেওয়া হচ্ছিল। এবার পৌষ মেলার মাঠ ঘিরে ফেলার উদ্যোগ নিল বিশ্বভারতী। আর তাতেই গন্ডগোল। ব্যবসায়ী সমিতির বিক্ষোভে বন্ধ হয়ে গেল পাঁচিল তোলার কাজ।
শান্তি নিকেতনে সব সময়েই খোলা প্রাঙ্গন থাকবে এমনটাই চিন্তভাবনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তাই এতদিন খোলামেলা পরিবেশ ছিল শান্তি নিকেতনে।
বোলপুর ব্যবসায়ী সমিতির অভিযোগ, রবীন্দ্রনাথের খোলা মাঠের পরিবর্তে এলাকা ঘিরে ফেলছেন উপাচার্য বিদ্যুত্ চক্রবর্ত্তী। বিশ্বভারতীকে কংক্রিটের জঙ্গল বানাচ্ছেন।
যে মেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয়, খেলাধুলো হয়, অনেকে সেখানে মর্নিংওয়াকও করেন সেখানেই পাঁচিল তুলে দেওয়া হচ্ছে। অভিযোগ এমনটাই।
শনিবার পাঁচিল দেওয়ার কাজ শুরু হতেই ব্যবসায়ী সমিতির লোকজন এসে পাঁচিলের কাজ বন্ধ করে দেয়। ঠিকাদার সংস্থার কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ।
বোলপুর ব্যবসায়ী সমিতি সাফ জানিয়ে দিয়েছে, পাঁচিল দেওয়ার কাজ কোনও ভাবেই হতে দেওয়া যাবে না। এনিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা উপাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।